কাঙারু দেশ অস্ট্রেলিয়াতে হাজার হাজার ক্যাঙ্গারু মৃত্য হয়েছে দাবানলে।
আবহাওয়া দপ্তর জানান বেশ কয়েক দিন ধরে খরা চলার কারণে এই ভয়াবহ দাবানলের সৃষ্টি হওযায় অন্যতম কারণ।
নিভছেই না অস্ট্রেলিয়ার দাবানল, বিপন্ন বন্যপ্রাণীরা

অস্ট্রেলিয়ান প্রধান মন্ত্রী স্কট মরিসন জানান সাঙ্গাতিক আগুন এখনো নেভানো যায়নি। কতদিন ধরে চলবে কবে আয়ত্তে আনা যাবে জানিনা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত দের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। ত্রাণের জন্য ৫৯ হাজার মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানান বেশ কয়েক দিন ধরে খরা চলার কারণে এই ভয়াবহ দাবানলের সৃষ্টি হওযায় অন্যতম কারণ।
Help for Australia

অস্ট্রেলিয়ান প্রধান মন্ত্রী স্কট মরিসন জানান সাঙ্গাতিক আগুন এখনো নেভানো যায়নি। কতদিন ধরে চলবে কবে আয়ত্তে আনা যাবে জানিনা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত দের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। ত্রাণের জন্য ৫৯ হাজার মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে।
#Australia #dabaNal
#Kangaroo
#amazon
No comments:
Post a Comment