ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S10 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন। এই তিনটি ফোনেই 4G নেটওয়ার্ক কানেক্টিভিটি রয়েছে। Galaxy S10 সিরিজ লঞ্চ ইভেন্টে Samsung জানিয়েছিল শিঘ্রই এই ফোনের 5G ভার্সান সামনে আসবে।
5 এপ্রিল থেকে 5G ভেরিয়েন্টে Samsung Galaxy S10 বিক্রি শুরু হবে। এই ফোন প্রি-অর্ডার করার ব্যবস্থা থাকছে না। দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরু হবে Samsung Galaxy S10 ফোনের 5G ভেরিয়েন্ট। এখনও নতুন 5G ফোনের দাম জানায়নি Samsung। একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় 91,000 টাকা থেকে এই ফোন পাওয়া যাবে।
দক্ষিণ কোরিয়ার তিনটি মোবাইল নেটওয়ার্ক কয়েক মাসের মধ্যেই সেই দেশে 5G নেটওয়ার্ক পরিষেবা শুরু করে দেবে।
No comments:
Post a Comment