Friday, April 26, 2019

থ্যানস-এর ধ্বংসের হাত থেকে রক্ষা পেল না Google-ও


এবার Google শামিল হল Avengers: Endgame-এর উত্তেজনায় কিন্তু এতেও রয়েছে একটি টুইস্ট। Avengers ভক্তদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে গুগল।
আপনি যদি গুগল সার্চে গিয়ে ইংরাজিতে ‘Thanos’ টাইপ করেন,সার্চ রেজাল্টে থ্যানস ও Avengers সম্পর্কিত তথ্য দেখাতে পাবেন। আর তারই সঙ্গে ডান দিকে দেখতে পাবেন থ্যানসের ইনফিনিটি পাথর লাগান গন্টলেট। এই গন্টলেট ব্যবহার করেই ব্রহ্মাণ্ডের অর্ধেক ধ্বংস করে দিয়েছিল থ্যানস। এবার আপনি যদি এই গন্টলেট ক্লিক করেন আপনি দেখতে পাবেন এক এর এক করে সার্চ রেজাল্ট গায়েব হয়ে যাচ্ছে। শুধু তাই নয় আপনি দেখতে পাবেন যে সার্চ রেজাল্ট কাউন্টার ও আপনে আপ কমে গেল।
আবার সব সার্চ রেজাল্ট ফিরিয়ে আন্তে আবার ওই গন্টলেটে ক্লিক করুন। দেখবেন টাইম স্টোন ব্যবহার করে সব রেজাল্ট ফেরত চলে আশবে। বেশ ভালো লাগত যদি এই গন্টলেটটি আরও পাথরগুলি ব্যবহার করতে পারত।
শুক্রবার মুক্তি পেয়েছে Avengers: Endgame। আর ইতিমধ্যে রেকর্ড গড়ে ফেলেছে এই সিনেমাটি। ভক্তদের উন্মাদনার জেরে আপাতত টিকিট পাওয়া যাচ্ছে না।
এই মজা পেতে নিজেরাও করে দেখুন
techssparrow.blogspot.com
Facefacebook.com/techssparrow
 Thank u 

Friday, April 19, 2019


আপনি যদি ভুল করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য কারো অ্যাকাউন্টে টাকা ট্র্যান্সফার করে থাকেন তবে এই ভাবে সেই টাকা ফেরত পেতে পারেন বৈশিষ্ট্য ইমেল, ফোন কলের মাধ্যমে ব্র্যাঞ্চ ম্যানেজারকে জানান ম্যানেজারকে দুটি অ্যাকাউন্টের টাকা বিষয়ে ডিটেল দিন ব্যাঙ্ককে সিদ্ধান্ত নিতে হবে এছাড়া আপনি ব্যাংক এর কাস্টমার কেয়ার এ ফোন না মেইল করে তথ্য পাঠিয়ে দিন। মেইল টি এমন ভাবে লিখবেন ওরা যেন সহজেই বুঝতে পারে আপনি ভুল করে অন্য একাউন্ট এ পাঠিয়েছেন। সঙ্গে ট্রান্সকশন কপি বা স্ক্রিন শট টি পাঠিয়ে দেবেন। তারপর ব্যাংক24 ঘন্টা সময় নিয়ে আপনাকে রিফান্ড করে দেবে। প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে আমরা ছোট বড় সব কাজই এখন অনলাইনে করে নি বা করতে চাই। আর এই ক্ষেত্রে অনলাইন মানি ট্র্যান্সফারও এমনই একটি কাজ এর মাধ্যমে সবাই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারেন আর এর জন্য ইন্টারনেট থাকতে হবে। আর এ ক্ষেত্রে বেশ কবার এমন হয়েছে যে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল করে ভুল দেওয়ার ফলে আমরা যাকে টাকা পাঠাতে চাইছি তার বদলে অন্য কাউকে পাঠিয়ে দি। আর অনেকেই মনে করেন এই ধরনের ভুল হলে সেই টাকা ফেরত পাওয়া যায়না তবে তা সঠিক না। যদি আপনার অ্যাকাউন্টে ভুল করে কোন অন্য অ্যাকাউন্টে টাকা ট্র্যান্সফার হয়ে যায় তবে আপনারা তা ফেরত পেতে পারে, তবে এর জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে। প্রথমে নিজের মোবাইল ফোন থেকে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজেরাকে ফোন করে এই বিষয়ে জানান। আর এবার যে ব্যাঙ্কে টাকা ট্র্যান্সফার হয়েছে সেখানে যোগাযোগ করুন। অভিযোগ রেজিস্টার হলে ব্যাঙ্ক নিজের গ্রাহককে আপনার টাকা ফেরত দেওয়ার অনুমতি চাইবে। গ্রাহক অনুমতি দিলে আপনার টাকা ফেরত দেওয়া হবে। আর যদি গ্রাহক টাকা ফেরত দিতে না চায় তবে আইনের সাহায্য নিতে হতে হবে। আর অভিযোগ এলে ব্যাঙ্ক গ্রাকরে বিরুদ্ধে মামলা করতে পারে আর রিজার্ভ ব্যাঙ্ক অনুসারে ভুল করে কারো অ্যাকাউন্টে টাকা ট্র্যান্সফার হলে ব্যাঙ্কের কাছ থেকে স্পেশাল অনুমতি নিতে হবে।

Wednesday, April 17, 2019

এখনো চলবে টিকটক ! দেখুন কিভাবে?


কোম্পানি জানায়,”আমরা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাই। ভারতীয় বিচার ব্যবস্থায় বিশ্বাস রাখি এবং আমরা আশাবাদী যে ভারতে ১২০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীরা অন্যকোনো ভুল পথে ব্যবহার করবে না। যারা এখনও টিকটক অ্যাপ ব্যবহার করছে তারা তাদের সৃজনশীলতাকে তুলে ধরবে এবং তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ মুহুর্তগুলি ধরে রাখার জন্য টিকটট ব্যবহার চালিয়ে যাবেন, অপসংস্কৃতি ছড়াবে না। উল্লেখ্য, আর ডাউনলোড করা যাবে না। তবে যাদের কাছে আগে থেকেই টিকটক অ্যাপ আছে তারা আপাতত ব্যবহার করতে পারবেন।
তামিলনাড়ুর তথ্যপ্রযুক্তি মন্ত্রী এম মণিকন্দন বলেছিলেন, রাজ্যে টিকটক বন্ধ করতে কেন্দ্রের সাহায্য চাই। ঠিক তার দু-মাস পরেই নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে কেন্দ্রকে। বিচারপতি এন কিরুবকরন ও এস এস সুন্দরের ডিভিশন বেঞ্চ নিষেধাজ্ঞা আবেদনের কারণ হিসাবে জানিয়েছেন, ভারতের সংস্কৃতির অপব্যবহার করা হচ্ছে। আবেদনে বার বার বিষয়টিকে ‘বিপদজনক’ বলে তুলে ধরা হয়েছে। নির্বাচনী মাসে পরিস্থিতি যাতে আরও বিপদজনক না হয় সেকারণে ‘টিকটক’ ডাউনলোড বন্ধ করে দেওয়া হল ভারতে।
একরাতের নির্দেশে মাথায় আকাশ ভেঙে পড়েছে টিকটক সংস্থার। বড়সড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে তাদের। কোম্পানি আর্জি জানিয়েছিল, টিকটক অ্যাপ যেন নিষিদ্ধ না করা হয়। তাদের প্রায় ২৫০ জন কর্মচারী আছে, সমস্যায় পড়তে হবে তাদের।কিন্তু তাদের আর্জি খারিজ করে দেয় ভারতের বর্তমান সরকার।
মাদ্রাজ হাইকোর্টের চোখ রাঙানি নির্দেশ মাথা পেতে নিল গুগল। ভারত থেকে তুলে নেওয়া হল টিকটক অ্যাপ। বুধবার সকাল থেকে গোটা ভারতে নিষিদ্ধ হয়েছে টিকটক অ্যাপ।

Wednesday, April 3, 2019

EVM বা ভোটিং মেশিন হ্যাক কি সম্ভব? বিস্তারিত জানুন

EVM মেশিন কিভাবে কাজ করে?

একটি ইভিএম দুটি ইউনিট দিয়ে তৈরি করা হয়েছে: কন্ট্রোল ইউনিট এবং ব্যালটিং ইউনিট। এই ইউনিট একটি তারের দ্বারা একসঙ্গে যোগদান করা হয়। ইভিএম কন্ট্রোল ইউনিট প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারের কাছে রাখা হয়। ভোটারদের ভোট দেয়ার জন্য ভোটারদের ভোটিং ডিপমেন্টের মধ্যে ব্যালটিং ইউনিট রাখা হয়। এটি নিশ্চিত করা যে পোলিং অফিসার আপনার পরিচয় যাচাই করে। ইভিএম দিয়ে ব্যালট পেপারের পরিবর্তে ভোটকেন্দ্রে ব্যালট বোতামটি চাপবে যা ভোটারদের ভোট দিতে সক্ষম করে। প্রার্থীর নাম এবং / অথবা প্রতীকগুলির একটি তালিকা এটির পাশে একটি নীল বোতাম সহ মেশিনে উপলব্ধ হবে। ভোটার প্রার্থীর নামের পাশে বোতামটি টিপতে পারেন যাকে ভোট দিতে চান।

ই ভি এম মেশিন হ্যাক কি সম্ভব?
EVM মেশিনে কোনো রকম WIFI BLUETOOTH WIRELESS CONNECTION  IP ADDRESS বা অন্য টেকনোলজি দেয়া নেইএবং কোনো চিপ ইন্সটল ও সম্ভব নয়।
এটি এক সাধারণ ইলেক্ট্রিক মেশিন সুতরাং ই ভি ইম মেশিন হ্যাক সম্ভব নয়।

মাগনাস কালসেন বলেছেন

Monday, April 1, 2019

হোয়াটসআপ এর ডিলিট হওয়া মেসেজ কিভাবে দেখবেন জেনেনিন


ডিলিট ফর এভরিওয়ান’ অপশনে ক্লিক করে মেসেজ ডিলিট করলেও থেকে যায় মুছে দেওয়া মেসেজ। কিন্তু কোথায় জমা হয় সেই মেসেজ, জেনে নিন।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ বলে একটি ফিচার যুক্ত হয়েছে। কাউকে ভুল করে কোনও মেসেজ পাঠিয়ে ফেললে, সাত মিনিটের মধ্যে ডিলিট করে দেওয়া যাবে সেই মেসেজ। কিন্তু সত্যিই কি ডিলিট করা মেসেজ সম্পূর্ণভাবে মিলিয়ে যায় আপনার ফোন থেকে
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ অ্যানড্রয়েড ব্লগ ‘অ্যানড্রয়েড জেফে’ জানিয়েছে, আপনার স্মার্টফোনের নোটিফিকেশন লগেই থেকে যায় ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলি। অর্থাৎ রেসিপিয়েন্ট বা যাঁর কাছে মেসেজটি এসেছে, তিনি সহজেই ডিলিট হয়ে যাওয়া মেসেজ আবার দেখতে পাবেন। অ্যানড্রয়েড সিস্টেমের নোটিফিকশেন রেজিস্টারেই থাকবে এই ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলি। 
নোটিফিকেশন রেজিস্টার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলি দেখবেন কীভাবে? 
গুগল প্লে থেকে ‘নোটিফিকেশন হিস্ট্রি’ নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মাধ্যমেই দেখা যাবে নোটিফিকেশন রেজিস্টার। 
• এই অ্যাপটি ডাউনলোড করার পরে অ্যানড্রয়েড নোটিফিকেশন লগ থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ দেখা যাবে। যদি আপনার ফোনে ‘নোভা লঞ্চার’-এর মতো থার্ড পার্টি লঞ্চার থাকে, তা হলে এই পদ্ধতি আরও সুবিধাজনক হবে। 
• এছাড়া কোনও অ্যাডিশনাল অ্যাপ ইনস্টল না করেও এই দেখা যায় ডিলিট হয়ে যাওয়া মেসেজ। হোম স্ক্রিনে লং প্রেস করুন। এরপরে উইডগেটস>অ্যাক্টিভিটিস>সেটিংস>নোটিফিকেশন লগ। এই ভাবেই নোটিফিকেশন লগ দেখতে পারবেন। কিন্তু সব ডিলিট হয়ে যাওয়া মেসেজই যে নোটিফিকেশন লগ-এ দেখা যাবে, তা নয়। এই সর্বভারতীয় সংবাদমাধ্যমটি পুরো পদ্ধতিটিই পরীক্ষা করে দেখতে পায়, যে হোয়াটসঅ্যাপ মেসেজটির নোটিফিকেশন আপনার কাছে আসে সেইগুলিই কেবল থেকে যায়। 
ধরুন আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন, অর্থাৎ ইনস্ট্যান্ট অন্য প্রান্ত থেকে মেসেজ আসছে। সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন আসে না। সেই মেসেজ যদি ডিলিট করে দেওয়া হয়, তা আর আপনি খুঁজে পাবেন না নোটিফিকেশন লগ-এ। 
এ ছাড়া স্মার্টফোনটি যদি অফ করে দেওয়া হয়, তাহলে নোটিফিকেশন রেজিস্টার সম্পূর্ণ ভাবে ডিলিট হয়ে যায়। শুধু তাই নয়, যে মেসেডটি ডিলিট হয়েছে তার প্রথম ১০০টি অক্ষরই শুধু দেখা যাবে। তবে এই ফিচারটি শুধু অ্যানড্রয়েড ৭.০ স্মার্টফোনেই রয়েছে। 
  • আরও পড়ুন : 

আফগানিস্তানের একটি সুন্দর দৃষ্টি

 আফগানিস্তান মধ্য এশিয়ার একটি দেশ। ইরানের মালভূমিতে অবস্থানের কারণে আফগানিস্তানকে প্রায়ই মধ্যপ্রাচ্যের অংশ বলে মনে করা হয়। পশ্চিমে এর সীম...