Tuesday, June 18, 2019
Tuesday, June 11, 2019
TIKTOK ভিডিয়ো থেকে এ বার মিলবে মোটা টাকা আয়ের সুযোগ!
৯ জুন মুম্বইতে ৫০০-এরও বেশি ইউজারকে নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করে TikTok নির্মাতা সংস্থা বাইট ডান্স। শুক্রবার পর্যন্ত চলবে এই ক্রিয়েটরস্ ল্যাব ইভেন্ট। ভিডিয়ো প্রস্তুতকারকরা আমাদের মেরুদন্ড। সৃষ্টিশীল এই ব্যবহারকারীদের জন্য বিনিয়োগ করা তাই খুবই গুরুত্বপুর্ণ, জানালেন ভারতে সংস্থার এক শীর্ষ কর্তা সচিন শর্মা। তিনি জানান, এই মুহূর্তে TikTok-এর মূল লক্ষ্য ভিডিয়োয় বৈচিত্র আনা। এর মাধ্যমেই বিভিন্ন ধরনের সংস্থার বিজ্ঞাপন পাওয়া সম্ভব। এর মধ্যেই বিজ্ঞাপন দিতে আগ্রহী হয়েছে বেশ কয়েকটি সংস্থা।
ইউটিউবের ভিডিয়োর কায়দাতেই বিভিন্ন ভিডিয়োর মাঝে মাঝে চলবে বিজ্ঞাপন। তার বদলে সেই বিজ্ঞাপন প্রদানকারী সংস্থাগুলির থেকে টাকা নেবে বাইট ডান্স। ভিডিয়োর ভিউ অনুযায়ী সেই টাকারই একটা অংশ পাবেন ওই ভিডিয়োর নির্মাতারা। তবে ভিউ ও টাকার অনুপাত কী হবে, সেই ব্যাপারে এখনও কিছু জানায়নি সংস্থা
#techsspareow
#Technology
#News
#Information _and _technology
Saturday, June 1, 2019
ফুরিয়ে যাচ্ছে ফোনের নম্বর, ‘০২০’ দিয়ে শুরু হবে ফোনের ডিজিট
ক্রমশ ফুরিয়ে আসছে মোবাইলের নম্বর! আগামিদিনে কীভাবে আর গ্রাহকদের নম্বর দেওয়া হবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় জাপানের মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। আর সেজন্যে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে জাপানের যোগাযোগমন্ত্রক। জানা গিয়েছে, গ্রাহকদের নম্বর দিতে ১৪ ডিজিটের নতুন এক হাজার কোটি ফোন নাম্বার বানানো হবে। ২০২২ সালের মধ্যে দেশের ১১ ডিজিটের নম্বরগুলো ফুরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই জন্যেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাপান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই দেশটির মূল তিন মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা সরকারের এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ২০২১ সাল শেষ হওয়ার আগেই নতুন নম্বর আনা হতে পারে। নতুন এক হাজার কোটি নম্বর শুরু হবে ‘০২০’ দিয়ে, বর্তমানে এটি ইন্টারনেট অফ থিংস শ্রেণিভূক্ত ডিভাইসের জন্য ব্যবহার করে জাপান।।
২০১৭ সালের শেষ দিকে ০২০ সিরিজ চালুর পর ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে এই সিরিজের আট কোটি নম্বরের মধ্যে ইতোমধ্যে ৩.২৬ কোটি নম্বর নথিভুক্ত হয়েছে।
ফোন নম্বর ফুরিয়ে যাওয়ার ঘটনা শুধু জাপানেই নয়। ২০১৪ সালে এই সমস্যায় কলারদেরকে নির্দিষ্ট অঞ্চলের পাঁচ ডিজিটের এরিয়া কোড যোগ করে কল করতে বলা হয় ব্রিটেনে। স্থানীয় নম্বর হওয়া সত্ত্বেও এই নম্বরগুলো ফুরিয়ে যাওয়ার বিড়ম্বনা আরও বাড়ে। এবার পুরোপুরি আইপি-ভিত্তিক টেলিফোন নেটওয়ার্কের দিকে এগোচ্ছে দেশটি।
Join facebook click
Subscribe to:
Posts (Atom)
আফগানিস্তানের একটি সুন্দর দৃষ্টি
আফগানিস্তান মধ্য এশিয়ার একটি দেশ। ইরানের মালভূমিতে অবস্থানের কারণে আফগানিস্তানকে প্রায়ই মধ্যপ্রাচ্যের অংশ বলে মনে করা হয়। পশ্চিমে এর সীম...
-
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা সংক্ষেপে ভি পি এন এখন ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ভীষণ দরকারি এবং প্রয়োজনীয় বস্তু । এখন সমস্ত ইন্টার...
-
কাঙারু দেশ অস্ট্রেলিয়াতে হাজার হাজার ক্যাঙ্গারু মৃত্য হয়েছে দাবানলে। আবহাওয়া দপ্তর জানান বেশ কয়েক দিন ধরে খরা চলার কারণে এই ভয়াবহ দাবান...
-
Paytm Kyc Live on CSC Digital Point Open Paytm Saving Bank Account Visit Click Find Location