Friday, March 29, 2019
৬ ঘন্টার বেশি খেলা যাবে না পাবজি? আসছে নতুন ফিচার?
Tuesday, March 26, 2019
দেখেনিন আপনার ফোনের রেডিয়েশন কত?
সম্প্রীতি দেখা গেছে শিয়ামীর ফোনের রেডিয়েশন সবচেয়ে বেশি।
Phones emitting the most radiation
SAR (Specific Absorption Rate) in watts per kilogram
Xiaomi Mi A1 1.75
OnePlus 5T 1.68
Xiaomi Mi Max 3 1.58
OnePlus 6T 1.55
HTC U12 Elite 1.48
Xiaomi Mi Mix 3 1.45
Google Pixel 3XL 1.39
OnePlus 5 1.39
iPhone 7 1.38
Sony Xperia X21 Compact 1.36
HTC Design 12/12 Plus 1.34
Google Pixel 3 1.33
OnePlus 6 1.33
iPhone 8 1.32
Xiaomi Redmi Note 5 1.29
ZTE AXON 7 mini 1.29
Source from Google
শুরু হল Vivo V15 প্রি-অর্ডার, থাকছে 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা
হাইলাইট
- Vivo V15 এর দাম 23,990 টাকা এই ফোনের প্রধান আকর্ষন 32 মেগাপিক্সেল পপ-আপ-সেলফি ক্যামেরা
- 1 এপ্রিল শুরু হবে বিক্রি
Vivo V15 এর দাম
Monday, March 25, 2019
Internet Speed 1GB/Sec আজই দেখুন একবার ব্যাবহার করেই দেখুন
VPS ব্যাবহার করে আজই আপনার কম্পিউটার এর 1gb/sec স্পীড বাড়িয়ে নিন।
*VPS হচ্ছে Virtual Private Server এটি ইন্টারনেট হোস্টিং সার্ভার হিসাবে কাজ করে।
কিভাবে করবেন
প্রথমে গুগলে এ গিয়ে সার্চ করুন VPS server ফ্রী ভার্শন অথবা আপনি যদি পেইড ভার্শন নিতে চান নিতে পারেন কিন্তু কোম্পানি আপনাকে জিজ্ঞেস করবে আপনি VPS কেন নিতে চান।
আপনি যদি ফ্রী ভার্শন নিয়ে চান Amazon Aws Microsoft Google আরো অনান্য কোম্পানি রয়েছে কিন্তু ফ্রী ভার্শন 1 মাস পর expried হয়ে যাবে।
পেইড ভার্শন এ স্পীড এবং সময় হিসাবে দাম হয়।
কিভাবে কিভাবে VPS সেট করবেন এর জন্য আমি। নীচে ইউটউব লিংক দিয়ে দিচ্ছি।
https://youtu.be/Rg_UV9al2Yo
Saturday, March 23, 2019
5G ভেরিয়েন্টে কবে বিক্রি শুরু হবে Samsung Galaxy S10?
Monday, March 18, 2019
বাজারে হাজির Samsung Galaxy M20! কোন কোন ফিচার তাক লাগিয়ে দেবে...
ক্যামেরার স্পেসিফিকেশন না জানালে তথ্য অসম্পূর্ণ থেকে যাবে! এতে পাবেন ডুয়াল প্রাইমারি ক্যামেরা (13MP+ 5MP) এবং 13MP-এর সেলফি ক্যামেরা।
Saturday, March 16, 2019
আপনি যদি MI এর ফোন ব্যাবহার করছেন তাহলে দেখেনিন আপনার ফোন কবে আপডেট চাইছে
অ্যানড্রয়েডকে টেক্কা দিতে স্মার্টফোনে নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আসছে এই কোম্পানি
Friday, March 15, 2019
যারা কম্পিউটার সায়েন্স না বিসিএ এমসিএ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সেরা ল্যাপটপ
HP Pavilion 15-au620Tx
এই HP Pavilion 15 ল্যাপটপটি আমরা এখানে সবার আগে রেখেছি। এটি সব ধরেনর কাজ করার জন্য যথেষ্ট শক্তিশালী। আর এর কারন এতে থাকা Intel Core i5-7200U প্রসেসার আর এর 8GB DDR4 র্যাম। আম্নি এতে কিছু ক্যাসুয়াল গেমিংও করতে পারবেন। কারন এতে NVIDIA GeForce 940 MX GPU আছে। আর এই ল্যাপটপটিতে MS অফিস প্রি-ইন্সটলড আছে।
56950BUY
NOW
36950BUY
NOW
NOW
38000BUY
NOW
NOW
76263BUY
NOW
37249
28800BUY
NOW
কম্পিউটার সায়েন্স, BCA MCA স্টুডেন্টদের জন্য বেস্ট বাজেট ল্যাপটপ
বেস্ট বাজেট ল্যাপটপস ফর স্টুডেন্টস
HP Pavilion 15-au620Tx
এই HP Pavilion 15 ল্যাপটপটি আমরা এখানে সবার আগে রেখেছি। এটি সব ধরেনর কাজ করার জন্য যথেষ্ট শক্তিশালী। আর এর কারন এতে থাকা Intel Core i5-7200U প্রসেসার আর এর 8GB DDR4 র্যাম। আম্নি এতে কিছু ক্যাসুয়াল গেমিংও করতে পারবেন। কারন এতে NVIDIA GeForce 940 MX GPU আছে। আর এই ল্যাপটপটিতে MS অফিস প্রি-ইন্সটলড আছে।1- 56950BUY
NOW
Acer Aspire E5-575G
আপনার বাজেট যদি একটু কম হয় তবে আপনি এই Acer Aspire E5-575G ল্যাপটপটি কিনতে পারবেন। এতে 4GB র্যাম আছে আর এটি NVIDIA GeForce 940MX GPU VRAM 2GB যুক্ত। এতে 15.6- ইঞ্চির HD ডিসপ্লে আছে এটি সব ধরনের কাজ করতে পারে। এবং এর 1TB স্টোরেজ এই দামের মধ্যে বেশ ভাল। এস্রা এতে ১ বছরের ইন্টারন্যাশানাল ওয়ারেন্টি দিয়েছে।2- 36950BUY
NOW - 43490BUY
NOW
Lenovo Ideapad 320S
আপনি যদি একটি সিম্পেল কিন্তু শক্তিশালী মেশিন চান তবে এই লেনোভোর ল্যাপটপটি নিজের করতে পারবেন। এতে ইন্টেল কোর i3 আছ আর এটি একটি 14-ইঞ্চির ডিসপ্লে যুক্ত। এর পারফরমেন্সও ভাল আর এর কিবোর্ড ক্যাটাগ্রি বেশ ভাল। সব মিলিয়ে এতে একটি দেডিকেটেড GPU নেই।3- 38000BUY
NOW - 60199BUY
NOW
- advertisements
HP Pavilion x360
HP’র Pavilion x360 স্টুডেন্টদের জন্য একটি ভাল অপশান। এই ল্যাপটপটি বিভিন্ন স্ক্রিন সাইজে পাওয়া যায়। এতে 11- ইঞ্চির গ্লাস ইনেবেল্ড ডিসপ্লে আছে। আর এতে লেটেস্ট কোর i3-7100U আছে। এর র্যাম 4GB আর এতে 1TB স্টোরেজ আছে। এইচপি এতে একটি ডুয়াল স্পিকার সেটআপ দিয়েছে যা B&O যুক্ত।4- 76263BUY
NOW
Acer Swift 3
এসারের এই ল্যাপটপটি অ্যাপেল ম্যাক বুকের মতন দেখতে। আর এর মধ্যে উইন্ডোর মেশিন আছে আর এটি একটি অ্যাফর্ডেবেল ল্যাপটপ। এই ল্যাপটপের মধ্যে 6th জেনারেশানের ইন্টেল কোর i3 প্রসেসার আছে যা 4GB র্যাম যুক্ত। আর এতে থাকা 128GB SSD একে কুইক রেসপন্স যুক্ত বানিয়েছে। আর এটি লিনুক্স আউট অফ দি বক্সে চলে। এই 14 ইঞ্চির মেশিনটি একটি হাল্কা ওজনের ল্যাপটপ যা আপনি খুব বেশি টাকা না খরচ করেই পাবেন।5Asus UX330CA
আপনি যদি একটি হাল্কা ওজনের ল্যাপটপ চাইছেন আপনার প্রতিদিনের কাজের জন্য তবে আসুসের এই ল্যাপটপটি সেরা ল্যাপটপ। এই মেশিনটয়ি খুব শক্তিশালী নয় তবে এটি আপনার প্রোজেক্টের জন্য ভাল। আর আপনি এতে ভালভাবেই আপনার পছন্দের অনুষ্ঠানও দেখতে পাবেন। এই ল্যাপটপটিতে 4GB র্যাম আর 256GB SSD আছে। যাই হোক এই ল্যাপটপের সব থেকে ভাল বিষয় হল এটি মাত্র 1.2 কিলোগ্রাম ওজনের আর একবার চার্জ করলে এটি ১০ ঘন্টা অব্দি চলে।6- advertisements
Asus X54 1UA
কম দামে আমাদের কাছে আরও একটি আসুসের ল্যাপটপ আছে। এই মেশিনটি দেখতে ভাল আর এর পারফর্মেন্সও ভাল যার কারন অবশ্য 7th জেনারেশানের ইন্টেল কোর i3 প্রসেসার। এতে 4GB র্যাম আর 1TB HDD স্টোরেজ আছে। তবে এই ল্যাপটপটি কোন অপারেটিং সিস্টেম প্রি ইন্সটলড হয়ে আসেনা এতে লিনুক্স ইন্সটল করতে হবে।7- 28800BUY
NOW
- Here's is the summary list of Digit Top 10 Best Smartphones in India
Product Name Price starting from Available at HP Pavilion 15-au620Tx 56950 amazon Acer Aspire E5-575G 36950 amazon Lenovo Ideapad 320S 38000 flipkart HP Pavilion x360 76263 amazon Acer Swift 3 37249 N/A Asus UX330CA 52990 N/A Asus X54 1UA 28800 amazon
দশ হাজার টাকার সবচেয়ে সেরা ফোন গুলি
মধ্যবিত্তের জন্য দশ হাজারের সেরা ফোন
অবশ্যই সেরা ফোন বাছাই করা কঠিন, বিশেষত যেখানে গত বছর থেকে ক্রমান্বয়ে বেড়েছে ফিচার সহ স্মার্টফোনের ভীড়।
অনেকদিন ধরে ভাবছেন ফোন কিনবেন? বাজেট ১০ হাজার? এদিকে বাজারে এত ফোনের ভীড়ে আপনি একেবারে ভিরমি খেয়ে গেছেন? অবশ্যই সেরা ফোন বাছাই করা কঠিন, বিশেষত যেখানে গত বছর থেকে ক্রমান্বয়ে বেড়েছে ফিচার সহ স্মার্টফোনের ভীড়। তাহলে আপনার জন্য রইল সেরা ফোনের তালিকা।
Realme C1
ঝকঝকে ডিসপ্লে , কোম্পানির দাবি যার মান ‘8K’। গ্যাজেট দুনিয়ায় এটা শুনে অনেকেই মশকরা মনে করেছিল। তবে Realme কিন্তু পরিষ্কার জানিয়েছিল, উন্নতমানের ডিসপ্লে থাকবে ফোনটিতে। তারওপর বাজেট ফ্রেন্ডলি ফোন। দাম ৭৯৯৯।
এই ফোনে আপনি পেয়ে যাবেন নোকিয়ার দুর্দান্ত নচ ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর। আর এ জন্যই স্মার্টফোন দুনিয়ায় ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে Realme C1।
ADVERTISEMENT
এত কম দামে স্ন্যাপড্রাগন ৪৫০-এর প্রসেসর কেবল Realme C1-এই আপনি পাবেন। এই উচ্চ মানের প্রসেসরের মাধ্যমে PUBG-এর মতো ‘হাই-এন্ড গেম’ও সহজেই খেলা যায়।এই ফোনে ১৩+২ মেগাপিক্সলের ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়া, সামনের ক্যামেরাটি ৫ মেগাপিক্সলের।Realme C1-এ একটি মেমারি কার্ড-সহ দুটি সিম কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। অ্যানড্রয়েড ওরিও ৮.১-এর এই ফোনটির এইচডি ডিসপ্লে ৫.৪৫ ইঞ্চির। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। ২ জিবি RAM-সহ ১৬ জিবি ভ্যারিয়ান্টের এই ফোনটিতে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যেতে পারে।
Redmi Note 7
রেডমি নোট সেভেন ৩/৪ জিবি সঙ্গে পাওয়া যাবে ৩২/৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেল। দাম যথাক্রমে ৯,৯৯৯ ও ১১,৯৯৯ টাকা। কালো , নীল ও লাল রঙে পাওয়া যাবে ফোন।
রেডমি নোট সেভেন ফোনে থাকছে ৬.৩ ইঞ্চির FHD+ ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর চলা ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড নাইন পাই অপারেটিং সিস্টেম। ৪০০০ mAh ব্যাটারি সঙ্গে দ্রুত চার্জিং ব্যবস্থা। f/2.2 অ্যাপারচারের সঙ্গে ১২ মেগাপিক্সেল ও সেকেন্ডারি ২ মেগাপিক্সেলের কম্বিনেশন পাওয়া যাবে ফোনটিতে
Samsung Galaxy A10
Galaxy A10 ৪/৬৪ জিবির দাম ৮,৪৯০ টাকা। সাধ্যর দামে সাধের ফোন A10, এমনটাই দাবি। এই ফোনে থাকছে ৬.২ ইঞ্চির HD+ইনফিনিটি V ডিসপ্লে, F১.৯ অ্যাপারচারের ১৩ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন সঙ্গে ফেস রেকগনিশন। ৩.৪০০ হাজার এমএইইচের ব্যাটারি ব্যাকআপ। লাল নীল ও কালো মডেলে পাওয়া যাবে A10।
Asus Zenfone Max M2
ফোনটিতে ডিসপ্লে রক্ষার জন্য দেওয়া হয়েছে “Corning Gorilla Glass6″। তাইওয়ানিজ কোম্পানি দাবি করে যে ফোনটি ১ মিটার ওপর থেকে ১৫ বার পড়লেও ভাঙবে না বা আঁচড়ের দাগ পড়বে না ফোনটির স্ক্রিনে। Zenfone Max Pro M2 ফোনটির স্ক্রিন ৬ ইঞ্চি। ৪ , ৬ ও ৮ জিবি র্যামের মডেলে পাওয়া যাবে ফোনটি। স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসরে চলা ফোনটিতে থাকছে ৪০০০ mAh ও ৫০০০ mAh এর ব্যটারি ব্যাকআপ। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপে ১২ ও ৫ মেগাপিক্সেলের কম্বিনেশন রয়েছে ।
Nokia 5.1 Plus
স্পেসিফিকেশনের ক্ষেত্রে Nokia 5.1 Plus ফোনটিতে থাকবে ৫.৮৬ ইঞ্চির একটি এইচডি + (১৫২০ x ৭২০ পিক্সেল), একটি ১৯:৯ রেশিওর ডিসপ্লে। ফোনটিতে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ মিডিয়াটেক হেলিও পি ৬০ প্রসেসর চলবে Nokia 5.1 Plus। ফোনটির ইউএসপি ৪০০ জিবি অবধি বাড়ানো যাবে এক্সটারনাল মেমোরি।
Nokia 5.1 Plus ফোনটিতে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেল কম্বিনেশনের রিয়ার ক্যামেরা। যাতে থাকবে f/২.০ অ্যাপারচারের সেন্সর, সঙ্গে LED ফ্ল্যাশ। সামনে থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, সঙ্গে f/২.২ অ্যাপারচার। Nokia 5.1 Plus ফোনটিতে থাকবে ৩০৬০ mAh এর ব্যাটারি ব্যাকআপ, ও ফিঙ্গারপ্রিণ্ট সেন্সর থাকবে ফোনটির পিছনে।
টিক টক’ ব্যবহারে এবার আমেরিকাকে হারাল ভারত
‘টিক টক’ ব্যবহারে আমেরিকাকে হারাল ভারত
২০১৮ সালের জানুয়ারিতে দেখা যায়, 'টিক টক'-এর ৪৩ শতাংশ নতুন ব্যবহারকারী ভারতীয়। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংখ্যা বেড়েছে মাত্র ৯ শতাংশ।
ভিডিও অ্যাপ ‘টিক টক’-এর মাসিক সক্রিয় ব্যবহারকারী ছাড়িয়েছে ১ বিলিয়ন। মুক্তির দু-বছরেরও কম সময়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে এই অ্যাপ। চলতি বছরের জানুয়ারি মাসে অ্যাপেলের আই-স্টোর ও গুগল প্লেস্টোর মিলিয়ে মোট ৭১.৩ মিলিয়ন নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন, যা ২০১৮ সালের জানুয়ারি মাসের তুলনায় ১৬১ শতাংশ বেশি। এবং পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি সংখ্যক ব্যবহারকারী হচ্ছেন ভারতীয়। উল্লেখ্য, তথ্যটিতে নেই টিক টকের ‘হোম মার্কেট’ অর্থাৎ চীনের পরিসংখ্যান। চীনে টিকটক অ্যাপের নাম ‘ডউইন’ (Douyin)।
ভারত থেকে ‘টিক টক’ ২৫ শতাংশ ডাউনলোড হয়েছে। যেটি সংখ্যায় পরিণত করলে দাঁড়ায় ২৫০ মিলিয়ন। গত বছর গুগল প্লে অ্যাওয়ার্ডস ২০১৮-তে টিক টককে ভারতের সবচেয়ে জনপ্রিয় বিনোদনের অ্যাপ ঘোষণা করা হয়। ২০১৮ সালের জানুয়ারিতে দেখা যায়, ‘টিক টক’-এর ৪৩ শতাংশ নতুন ব্যবহারকারী ভারতীয়। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংখ্যা বেড়েছে মাত্র ৯ শতাংশ।
ভারতের বাজারে সেরা MI Redmi Note 7 Pro
আত্মপ্রকাশের পর থেকে ভারতের বাজারে ঊর্ধ্বমুখী Xiaomi-র জনপ্রিয়তা। বুধবার আরও একবার তার ঝলক দেখা গেল। এদিন দুপুর ঠিক বারোটায় ভারতের বাজারে প্রথমবার তাদের নবতম স্মার্টফোন Redmi Note 7 Pro বিক্রি শুরু করেছিল বহু প্রতিক্ষিত এই চিনা সংস্থাটি। তবে মাত্র কয়েক মিনিটের মধ্যে সবগুলি বিক্রি হয়ে যায়।
Flipkart এবং Mi.Com-এর মতো অনলাইন প্ল্যাটফর্মে Redmi Note 7 Pro-এর বিক্রি শুরু হয়েছে। এছাড়াও Xiaomi-র দোকানগুলিতেও তাদের নবতম স্মার্টফোনটি মিলবে।
এ মাসের প্রথমার্থে ভারতের বাজারে Redmi Note 7 Pro লঞ্চ করে চিনা সংস্থা Xiaomi। ডুয়াল সিমের সুবিধা-সহ এতে আছে অ্যান্ড্রয়েডের ৯ পাই OS। এ ছাড়া ৬.৩ ইঞ্চ ফুল HD+ ডিসপ্লে আছে Redmi Note 7 Proতে, যার যার রেজলিউশন,২৩৪০x১০৮০ পিক্সেল। এ ছাড়া এতে আছে অক্টাকোর প্রসেসর-সমৃদ্ধ কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৬৭৫ Soc। তবে এর বিশেষ আকর্ষণ ক্যামেরায়। ডুয়াল ক্যামেরা সেটআপের স্মার্টফোনটির মূল আকর্ষণ ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও দ্বিতীয় ক্যামেরা ৫ মেগাপিক্সেল-র। এ ছাড়া আছে ১৩ মেগাপিক্সেল সেন্সর ফ্রন্ট ক্যামেরা।
৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজে Redmi Note 7 Pro-এর দাম ১৩,৯৯৯। আর ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে গুনতে হবে ১৬,৯৯৯ টাকা।
আগামী ২০ মার্চ Redmi Note 7 Pro পরবর্তী বিক্রির তারিখ ঘোষণা করেছে Xiaomi।
আফগানিস্তানের একটি সুন্দর দৃষ্টি
আফগানিস্তান মধ্য এশিয়ার একটি দেশ। ইরানের মালভূমিতে অবস্থানের কারণে আফগানিস্তানকে প্রায়ই মধ্যপ্রাচ্যের অংশ বলে মনে করা হয়। পশ্চিমে এর সীম...
-
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা সংক্ষেপে ভি পি এন এখন ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ভীষণ দরকারি এবং প্রয়োজনীয় বস্তু । এখন সমস্ত ইন্টার...
-
কাঙারু দেশ অস্ট্রেলিয়াতে হাজার হাজার ক্যাঙ্গারু মৃত্য হয়েছে দাবানলে। আবহাওয়া দপ্তর জানান বেশ কয়েক দিন ধরে খরা চলার কারণে এই ভয়াবহ দাবান...
-
Paytm Kyc Live on CSC Digital Point Open Paytm Saving Bank Account Visit Click Find Location