আত্মপ্রকাশের পর থেকে ভারতের বাজারে ঊর্ধ্বমুখী Xiaomi-র জনপ্রিয়তা। বুধবার আরও একবার তার ঝলক দেখা গেল। এদিন দুপুর ঠিক বারোটায় ভারতের বাজারে প্রথমবার তাদের নবতম স্মার্টফোন Redmi Note 7 Pro বিক্রি শুরু করেছিল বহু প্রতিক্ষিত এই চিনা সংস্থাটি। তবে মাত্র কয়েক মিনিটের মধ্যে সবগুলি বিক্রি হয়ে যায়।
Flipkart এবং Mi.Com-এর মতো অনলাইন প্ল্যাটফর্মে Redmi Note 7 Pro-এর বিক্রি শুরু হয়েছে। এছাড়াও Xiaomi-র দোকানগুলিতেও তাদের নবতম স্মার্টফোনটি মিলবে।
এ মাসের প্রথমার্থে ভারতের বাজারে Redmi Note 7 Pro লঞ্চ করে চিনা সংস্থা Xiaomi। ডুয়াল সিমের সুবিধা-সহ এতে আছে অ্যান্ড্রয়েডের ৯ পাই OS। এ ছাড়া ৬.৩ ইঞ্চ ফুল HD+ ডিসপ্লে আছে Redmi Note 7 Proতে, যার যার রেজলিউশন,২৩৪০x১০৮০ পিক্সেল। এ ছাড়া এতে আছে অক্টাকোর প্রসেসর-সমৃদ্ধ কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৬৭৫ Soc। তবে এর বিশেষ আকর্ষণ ক্যামেরায়। ডুয়াল ক্যামেরা সেটআপের স্মার্টফোনটির মূল আকর্ষণ ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও দ্বিতীয় ক্যামেরা ৫ মেগাপিক্সেল-র। এ ছাড়া আছে ১৩ মেগাপিক্সেল সেন্সর ফ্রন্ট ক্যামেরা।
৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজে Redmi Note 7 Pro-এর দাম ১৩,৯৯৯। আর ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে গুনতে হবে ১৬,৯৯৯ টাকা।
আগামী ২০ মার্চ Redmi Note 7 Pro পরবর্তী বিক্রির তারিখ ঘোষণা করেছে Xiaomi।
No comments:
Post a Comment