বেস্ট বাজেট ল্যাপটপস ফর স্টুডেন্টস
HP Pavilion 15-au620Tx
এই HP Pavilion 15 ল্যাপটপটি আমরা এখানে সবার আগে রেখেছি। এটি সব ধরেনর কাজ করার জন্য যথেষ্ট শক্তিশালী। আর এর কারন এতে থাকা Intel Core i5-7200U প্রসেসার আর এর 8GB DDR4 র্যাম। আম্নি এতে কিছু ক্যাসুয়াল গেমিংও করতে পারবেন। কারন এতে NVIDIA GeForce 940 MX GPU আছে। আর এই ল্যাপটপটিতে MS অফিস প্রি-ইন্সটলড আছে।1Acer Aspire E5-575G
আপনার বাজেট যদি একটু কম হয় তবে আপনি এই Acer Aspire E5-575G ল্যাপটপটি কিনতে পারবেন। এতে 4GB র্যাম আছে আর এটি NVIDIA GeForce 940MX GPU VRAM 2GB যুক্ত। এতে 15.6- ইঞ্চির HD ডিসপ্লে আছে এটি সব ধরনের কাজ করতে পারে। এবং এর 1TB স্টোরেজ এই দামের মধ্যে বেশ ভাল। এস্রা এতে ১ বছরের ইন্টারন্যাশানাল ওয়ারেন্টি দিয়েছে।2Lenovo Ideapad 320S
আপনি যদি একটি সিম্পেল কিন্তু শক্তিশালী মেশিন চান তবে এই লেনোভোর ল্যাপটপটি নিজের করতে পারবেন। এতে ইন্টেল কোর i3 আছ আর এটি একটি 14-ইঞ্চির ডিসপ্লে যুক্ত। এর পারফরমেন্সও ভাল আর এর কিবোর্ড ক্যাটাগ্রি বেশ ভাল। সব মিলিয়ে এতে একটি দেডিকেটেড GPU নেই।3- advertisements
HP Pavilion x360
HP’র Pavilion x360 স্টুডেন্টদের জন্য একটি ভাল অপশান। এই ল্যাপটপটি বিভিন্ন স্ক্রিন সাইজে পাওয়া যায়। এতে 11- ইঞ্চির গ্লাস ইনেবেল্ড ডিসপ্লে আছে। আর এতে লেটেস্ট কোর i3-7100U আছে। এর র্যাম 4GB আর এতে 1TB স্টোরেজ আছে। এইচপি এতে একটি ডুয়াল স্পিকার সেটআপ দিয়েছে যা B&O যুক্ত।4Acer Swift 3
এসারের এই ল্যাপটপটি অ্যাপেল ম্যাক বুকের মতন দেখতে। আর এর মধ্যে উইন্ডোর মেশিন আছে আর এটি একটি অ্যাফর্ডেবেল ল্যাপটপ। এই ল্যাপটপের মধ্যে 6th জেনারেশানের ইন্টেল কোর i3 প্রসেসার আছে যা 4GB র্যাম যুক্ত। আর এতে থাকা 128GB SSD একে কুইক রেসপন্স যুক্ত বানিয়েছে। আর এটি লিনুক্স আউট অফ দি বক্সে চলে। এই 14 ইঞ্চির মেশিনটি একটি হাল্কা ওজনের ল্যাপটপ যা আপনি খুব বেশি টাকা না খরচ করেই পাবেন।5Asus UX330CA
আপনি যদি একটি হাল্কা ওজনের ল্যাপটপ চাইছেন আপনার প্রতিদিনের কাজের জন্য তবে আসুসের এই ল্যাপটপটি সেরা ল্যাপটপ। এই মেশিনটয়ি খুব শক্তিশালী নয় তবে এটি আপনার প্রোজেক্টের জন্য ভাল। আর আপনি এতে ভালভাবেই আপনার পছন্দের অনুষ্ঠানও দেখতে পাবেন। এই ল্যাপটপটিতে 4GB র্যাম আর 256GB SSD আছে। যাই হোক এই ল্যাপটপের সব থেকে ভাল বিষয় হল এটি মাত্র 1.2 কিলোগ্রাম ওজনের আর একবার চার্জ করলে এটি ১০ ঘন্টা অব্দি চলে।6- advertisements
Asus X54 1UA
কম দামে আমাদের কাছে আরও একটি আসুসের ল্যাপটপ আছে। এই মেশিনটি দেখতে ভাল আর এর পারফর্মেন্সও ভাল যার কারন অবশ্য 7th জেনারেশানের ইন্টেল কোর i3 প্রসেসার। এতে 4GB র্যাম আর 1TB HDD স্টোরেজ আছে। তবে এই ল্যাপটপটি কোন অপারেটিং সিস্টেম প্রি ইন্সটলড হয়ে আসেনা এতে লিনুক্স ইন্সটল করতে হবে।7- Here's is the summary list of Digit Top 10 Best Smartphones in India
Product Name Price starting from Available at HP Pavilion 15-au620Tx 56950 amazon Acer Aspire E5-575G 36950 amazon Lenovo Ideapad 320S 38000 flipkart HP Pavilion x360 76263 amazon Acer Swift 3 37249 N/A Asus UX330CA 52990 N/A Asus X54 1UA 28800 amazon
No comments:
Post a Comment