Monday, March 18, 2019

বাজারে হাজির Samsung Galaxy M20! কোন কোন ফিচার তাক লাগিয়ে দেবে...


SPARROW TECH: Galaxy M10-এর পর Samsung সংস্থা এবার ভারতে শুরু করল তাদের Galaxy M20 ফোনের বিক্রি। সংস্থার অফিশিয়াল ই-স্টোরের পাশাপাশি Amazon India-র ওয়েবসাইটেও পাওয়া যাবে ফোনটি। তবে এই মুহূর্তে মাত্র দুটি রং-এ আত্মপ্রকাশ করছে Galaxy M20—ওশান ব্লু এবং চারকোল ব্ল্যাক।
গ্রাহকদের সুবিধের জন্যে রয়েছে দু’রকমের কনফিগারেশন--3GB RAM ও 32GB স্টোরেজ ক্যাপাসিটি, 4GB RAM ও 64 GB স্টোরেজ ক্যাপাসিটি। প্রথমটি পাওয়া যাবে ১০,৯৯০ টাকায় এবং দ্বিতীয়টির মূল্য ১২,৯৯০।
Galaxy M20-র প্রধান আকর্ষণ কী জানেন? এর ব্যাটারি ব্যাকআপ। এতে রয়েছে 5,000mAh সেল এবং টাইপ সি কেবলের মাধ্যমে 15W দ্রুত চার্জিং ক্ষমতা। স্বাভাবিক নিয়মে ব্যবহার করলে একবারের চার্জে ফোনটি চলবে প্রায় ২ দিন।
এবার আসা যাক স্ক্রিন সাইজে। Galaxy M20-র স্ক্রিনের মাপ ৬.৩ ইঞ্চি এবং রয়েছে HD+ ডিসপ্লে। এই ফোনে একই সঙ্গে পেয়ে যাবেন 14nm class Exynos 7904 octa-core (2 x 1.8GHz ARM Cortex A73 + 6 x 1.6GHz ARM Cortex A53) CPU, Mali-G71 MP2 গ্রাফিক্স ইঞ্জিন ও Android Oreo OS। অডিও সিস্টেমের স্পেসিফিকেশনও নজর কাড়া—রয়েছে Dolby ATMOS অডিও। দুটি ফোনের ক্ষেত্রেই এক্সপ্যান্ডেবল মেমরি 512 GB।

ক্যামেরার স্পেসিফিকেশন না জানালে তথ্য অসম্পূর্ণ থেকে যাবে! এতে পাবেন ডুয়াল প্রাইমারি ক্যামেরা (13MP+ 5MP) এবং 13MP-এর সেলফি ক্যামেরা।

No comments:

Post a Comment

আফগানিস্তানের একটি সুন্দর দৃষ্টি

 আফগানিস্তান মধ্য এশিয়ার একটি দেশ। ইরানের মালভূমিতে অবস্থানের কারণে আফগানিস্তানকে প্রায়ই মধ্যপ্রাচ্যের অংশ বলে মনে করা হয়। পশ্চিমে এর সীম...