Monday, October 21, 2019

NDSL CERTIFIED PAN CENTRE


We provide NSDL authorize centre.  Nsdl manager login. Pan application charge Rs.107 and commission Rs.  14 per pan mean your pan application is Rs. 93

Nsdl show your centre details,  your name and centre code in nsdl official site. 

Appnar arear 7Km. r modhye shudhu ekjoni nite parbe
Apply Form Click
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdJs2rCb0zwgQJC6mE8XHhsjZYqohOQE9cj_-uItKN2e3U6fA/viewform

#Nsdl #Pan #Centre #CSC

Saturday, September 7, 2019

Jio Fiber এ কি কি সুবিধা পাচ্ছেন দেখেনিন একবার


Launched on August 12, Jio Fiber saw its commercial rollout today. The service, which has the potential to alter the broadband landscape in India,offers a free HD TV set, free voice calls for life from landline, 100 megabit (mbps) to 1 GBPS broadband speed at a subscription rate of Rs 700 a month.

WITH TODAY'S LAUNCH, ONE CAN GET THESE SERVICES:
1. Ultra-high-speed broadband (up to 1 Gbps)
2. Free domestic voice calling, conferencing and international calling
3. TV video calling and conferencing
4. Entertainment OTT apps
5. Gaming
6. Home Networking
7. Device Security
8. VR Experience
9. Premium Content Platform


#jioGigaFiber
#RelianceJio
#telecom
#1000mbps
##brodband
#Sparrow
#TechsSparrow

Sunday, August 25, 2019

ISRO JOB NEWS


Indian Space Researce Organization
মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা
Post Name - Technician A, Technician B, Draughtsman

Total Post - 86

Qualification
  • 10th Class, IIT, Diploma Engg.
Important Dates

  • Starting Date to Online Apply: 24/08/2019
  • Last Date To Online Apply: 13/09/2019

Examination Fee
  • General & Others - 250/-
  • SC/ST/PwD/Female - Nil
  • Payment Mode - Online Debit/Credit Card, Net Banking, Mobile Wallet etc
Age Limit ( As on 13/09/2019)
  • Minimum - 18
  • Maximum - 35
  • Age relaxation as per rule ( SC/ST/Others)
Official Notice Download - Click Here

Online Apply - Click Here

Official Website - Click Here. 



Tuesday, June 18, 2019

PAYTM KYC AVAILABLE NOW

Paytm Kyc Live on CSC Digital Point
Open Paytm Saving Bank Account
Visit Click 
Find Location 

Tuesday, June 11, 2019

TIKTOK ভিডিয়ো থেকে এ বার মিলবে মোটা টাকা আয়ের সুযোগ!


আর বেশি ভিডিয়ো বানাতে উত্সাহ দিতে এ বার উদ্যোগী হয়েছেন TikTok-এর নির্মাতারা। সেই লক্ষ্যে ফেসবুক, ইউটিউব-এর মতো ভিডিয়ো-র মাঝে বিজ্ঞাপনের মাধ্যমে মুনাফা করার পথে এগোতে চাইছে সংস্থা।
৯ জুন মুম্বইতে ৫০০-এরও বেশি ইউজারকে নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করে TikTok নির্মাতা সংস্থা বাইট ডান্স। শুক্রবার পর্যন্ত চলবে এই ক্রিয়েটরস্ ল্যাব ইভেন্ট। ভিডিয়ো প্রস্তুতকারকরা আমাদের মেরুদন্ড। সৃষ্টিশীল এই ব্যবহারকারীদের জন্য বিনিয়োগ করা তাই খুবই গুরুত্বপুর্ণ, জানালেন ভারতে সংস্থার এক শীর্ষ কর্তা সচিন শর্মা। তিনি জানান, এই মুহূর্তে TikTok-এর মূল লক্ষ্য ভিডিয়োয় বৈচিত্র আনা। এর মাধ্যমেই বিভিন্ন ধরনের সংস্থার বিজ্ঞাপন পাওয়া সম্ভব। এর মধ্যেই বিজ্ঞাপন দিতে আগ্রহী হয়েছে বেশ কয়েকটি সংস্থা।
ইউটিউবের ভিডিয়োর কায়দাতেই বিভিন্ন ভিডিয়োর মাঝে মাঝে চলবে বিজ্ঞাপন। তার বদলে সেই বিজ্ঞাপন প্রদানকারী সংস্থাগুলির থেকে টাকা নেবে বাইট ডান্স। ভিডিয়োর ভিউ অনুযায়ী সেই টাকারই একটা অংশ পাবেন ওই ভিডিয়োর নির্মাতারা। তবে ভিউ ও টাকার অনুপাত কী হবে, সেই ব্যাপারে এখনও কিছু জানায়নি সংস্থা
#techsspareow
#Technology
#News
#Information _and _technology

Saturday, June 1, 2019

ফুরিয়ে যাচ্ছে ফোনের নম্বর, ‘০২০’ দিয়ে শুরু হবে ফোনের ডিজিট


ক্রমশ ফুরিয়ে আসছে মোবাইলের নম্বর! আগামিদিনে কীভাবে আর গ্রাহকদের নম্বর দেওয়া হবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় জাপানের মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। আর সেজন্যে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে জাপানের যোগাযোগমন্ত্রক। জানা গিয়েছে, গ্রাহকদের নম্বর দিতে ১৪ ডিজিটের নতুন এক হাজার কোটি ফোন নাম্বার বানানো হবে। ২০২২ সালের মধ্যে দেশের ১১ ডিজিটের নম্বরগুলো ফুরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই জন্যেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাপান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই দেশটির মূল তিন মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা সরকারের এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ২০২১ সাল শেষ হওয়ার আগেই নতুন নম্বর আনা হতে পারে। নতুন এক হাজার কোটি নম্বর শুরু হবে ‘০২০’ দিয়ে, বর্তমানে এটি ইন্টারনেট অফ থিংস শ্রেণিভূক্ত ডিভাইসের জন্য ব্যবহার করে জাপান।।

২০১৭ সালের শেষ দিকে ০২০ সিরিজ চালুর পর ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে এই সিরিজের আট কোটি নম্বরের মধ্যে ইতোমধ্যে ৩.২৬ কোটি নম্বর নথিভুক্ত হয়েছে।
ফোন নম্বর ফুরিয়ে যাওয়ার ঘটনা শুধু জাপানেই নয়। ২০১৪ সালে এই সমস্যায় কলারদেরকে নির্দিষ্ট অঞ্চলের পাঁচ ডিজিটের এরিয়া কোড যোগ করে কল করতে বলা হয় ব্রিটেনে। স্থানীয় নম্বর হওয়া সত্ত্বেও এই নম্বরগুলো ফুরিয়ে যাওয়ার বিড়ম্বনা আরও বাড়ে। এবার পুরোপুরি আইপি-ভিত্তিক টেলিফোন নেটওয়ার্কের দিকে এগোচ্ছে দেশটি।

Wednesday, May 22, 2019

Election Results 2019: প্রসার ভারতীর সাথে হাত মিলিয়ে নির্বাচনের ফলাফল সরাসরি দেখাবে YouTube


আর কয়েক ঘন্টার অপেক্ষা। 23 মে সকাল থেকেই লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসতে শুরু করবে। প্রতি মুহুর্তের আপডেট পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকবেন দেশবাসী। এবার প্রসার ভারতীর সাথে হাত মিলিয়ে ভারতীয়দের কাছে নির্বাচনের ফলাফল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল Google। Google এর ভিডিও প্ল্যাটফর্ম YouTube এ সরাসরি লোকসভা নির্বাচনের ফলাফল দেখানো হবে।
এক বিবৃতিতে প্রসার ভারতী জানিয়েছেন, Google ও প্রসার ভারতী একসাথে 23 মে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব উজ্জাপন করবে। YouTube এ একটি লাইভ স্ট্রিম তৈরী করে এই কাজ করা হবে।

“ভারতে যে কোন যায়গা থেকে YouTube ওয়াবসাইট বা অ্যাপ ওপেন করলেই সবার উপরে DD News এর লাইভ দেখা যাবে।” জানিয়েছেন প্রসার ভারতীর শশী শেখর ভেম্পতি।
YouTube ওপেন করলে সবার আগে এই লিঙ্ক দেখা যাবে। এই লিঙ্কে ক্লিক করলেই YouTube থেকে সরাসরি DD News দেখা যাবে। একই উইন্ডোতে 14 টি প্রাদেশিক ভাষায় DD চ্যানেল দেখা যাবে।” বলেন তিনি।

ভেম্পতি জানিয়েছেন, এর ফলে নাগরিকের কাছে সহজেই সঠিক খবর পৌঁছে যাবে। বিশেষ করে অতীতে প্রথম 2-3 ঘন্টায় অনেক ভুল খবর প্রচার হতে দেখা গিয়েছে। সেই সমস্যার থেকে মুক্তি পাওয়া যাবে।
“এর ফলে খুব সহজেই ভারতের সব YouTube  গ্রাহকের আঙুলের ডগায় পৌঁছে যাবে DD News। একাধিক ভাষায় ভারতবাসীর কাছে ভোটের ফলাফল পৌঁছে দিতে এই উদ্যোগ বড় ভুমিকা নেবে। এর সাথেই খুব সহজে ভারতবাসীর কাছে সঠিক তথ্য পৌঁছে যাবে।” বলেন ভেম্বতি।
#Election2019 #ElectionCommission2019
#loksabhaVote
#loksabha

Wednesday, May 1, 2019

সেরা দশটি ফ্রি ভিপিএন -র নাম জেনে নিন


ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা সংক্ষেপে ভি পি এন এখন ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ভীষণ দরকারি এবং প্রয়োজনীয় বস্তু । এখন সমস্ত ইন্টারনেট জুড়েই হ্যাকারদের রমরমা। ভি পি এন শুধুমাত্র ব্যবহারকারী কে বেনামি করে দেয় তা নয়। এর পাশাপাশি বেশ কিছু নিরাপত্তা ও প্রদান করে। একজন ইন্টারনেট ব্যবহারকারী ভি পি এন ব্যবহার করে তার কম্পিউটার এর আই পি এড্রেস লুকোতে পারে ঠিকই। এছাড়াও ভি পি এন চালু থাকলে ইন্টারনেট ট্র্যাফিক কে সহজেই এনক্রিপ্ট করা যায়।
এখন বেশিরভাগ ভি পি এন সার্ভিস প্রদানকারী কোম্পানি প্রিমিয়াম প্ল্যান দেয় যা অনেক খরচসাপেক্ষ। তাই বেশির ভাগ ইউজার ই খোঁজে ফ্রি ভি পি এন সার্ভিস। এখানে যে কয়টি ভি পি এন সার্ভিস এর কথা বলা হবে সেগুলি এই বছরের সব থেকে ভালো ফ্রি ভি পি এন সার্ভিস

1. EXPRESS VPN- এটি একটি প্রিমিয়াম ভি পি এন এপ্লিকেশন । কিন্তু এটি ফ্রি তেও ব্যবহার করা যায়। সার্ভিস প্রোভাইডার প্রথমে ৩০ দিনের একটি ট্রায়াল পিরিয়ড দেয় যেখানে ইউজার সমস্ত প্রিমিয়াম ফিচার্স কন্টেন্ট ব্যবহার করতে পারে।এছাড়াও থাকে ৩০ দিনের মানি ব্যাক গ্যারান্টি অফার। এক্সপ্রেস ভি পি এন এর সব থেকে ভালো ব্যাপার হলো পুরো পৃথিবী জুড়ে এদের প্রায় কুড়ি হাজার এর মতো সার্ভার রয়েছে ১৪৮ টি জায়গায় তাই ইন্টারনেট স্পিড ও যথেষ্ট ভালো।
2. Hotspot Shield – হটস্পট শিল্ড হলো আরেকটি বিখ্যাত ভি পি এন সার্ভিস প্রদানকারী সংস্থা যা আমাদের কাছে পরিচিত এর দারুন গতিশীলতার জন্য। এর যে ফ্রি ভার্সন টি আছে সেখানে ইউজার প্রতিদিন ৫০০ এম বি ডাটা ব্যবহার করতে পারবে। প্রিমিয়াম বেসিক ও যথেষ্ট ভালো শুধু পছন্দের জায়গা বেছে নেওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। এছাড়াও ফ্রি ভার্সন এ আডস(ADS) রয়েছে।
3. WINDSCRIBE- উইন্ডস্ক্রাইব হলো অন্য একটি বিখ্যাত সংস্থা। এটি খুব অল্প সময়ের মধ্যে বিখ্যাত হয়ে গেছে। হটস্পট শিল্ড এর মতো এটিও ৫০০ এম বি ডেটা ব্যবহার করতে দেয়। এর সব থেকে ভালো দিক হলো এটি কোনো কানেকশন লগ, IP স্ট্যাম্প বা ব্রাউজিং হিস্টোরি জমা করে রাখে না।এছাড়াও এখানে একাউন্ট বানালে এক মাসের একটি ফ্রি ট্রায়াল পাওয়া যায়।
4. PROTON VPN – এই ভি পি এন তার পেড ও বিনামূল্যে পরিষেবার আকর্ষণীয় পরিকল্পনা গুলির জন্য দারুন জনপ্রিয় হয়েছে।এছাড়াও এর জনপ্রিয় হওয়ার আর একটি বড়ো কারণ হলো ব্যান্ডউইথ এর কোনো বাধানিষেধ নেই। যার অর্থ ব্যবহারকারী ফ্রি তে যথেচ্ছ ডেটা ব্যবহার করতে পারে।যদিও ফ্রি ভার্সন টি তে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন মাত্র একটি ডিভাইস কানেক্ট করা যায় এবং তিনটি লোকেশন অল্টারনেট করে ব্যবহার করা চলে।
5. HIDE.ME – হাইড ডট এমই একটি ফ্রি ভি পি এন সার্ভিস প্রোভাইডার।এই কোম্পানি প্রতি মাসে ২ জি বি ডেটা ব্যবহার এর জন্য দেয়। এখানে ডেটা লিমিট এর সাথে সাথে ডিভাইস কানেকশন ও লোকেশনেও ব্যবহারে সীমাবদ্ধতা আছে। ফ্রি ভার্সন টি তে শুধুমাত্র তিনটি সার্ভার লোকেশন বেছে নেওয়া যায়।এছাড়াও সাত দিনের একটি ফ্রি ট্রায়াল দেওয়া হয় ব্যবহারকারী কে।
6. TUNNEL BEAR – টানেল বিয়ার ও ভি পি এন সার্ভিস গুলির মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।এর ইন্টারফেস ভীষণ সুন্দর দেখতে।এছাড়াও ২২ টা দেশের বেশি সার্ভার এর সাথে যুক্ত হওয়া যায় এবং এর ব্রাউজিং স্পিড ও নিরাপত্তা ও খুব ভালো । কিন্তু টানেল বিয়ার এর ফ্রি ভার্সন মাস প্রতি মাত্র ৫০০ এম বি ডেটা ব্যবহার করতে দেয়।
7. PRIVATE TUNNEL- প্রাইভেট টানেল এই ভি পি এন এপ টি সমস্ত রকম প্ল্যাটফর্ম যেমন ঐইন্ডোজ , এন্ড্রোয়েড,এই ও এস ও ম্যাক এ সহজলভ্য ।প্রাইভেট টানেল এর সেরকম কোনো ফ্রি সার্ভিস নেই। কিন্তু এটি প্রথম একমাস ব্যবহারকারী কে ফ্রি ট্রায়াল দেয়।
8. OPERA- হ্যাঁ নামটা দেখে হয়তো অনেকেই অবাক হবেন। কিন্তু অপেরা তাদের সর্বশেষ ভার্সন টিতে এড ব্লকার ও ভি পি এন সিস্টেম চালু করেছে।ব্রাউজার এর মধ্যেই ভি পি এন কাজ করে।যদি ইউজার ভি পি এন এর জন্য অন্য কোন থার্ড পার্টি এপ্লিকেশন ইনস্টল করতে না চায় তাহলে এটা খুব ভালো কাজ করবে।
9. OPEN VPN – ওপেন ভি পি এন হচ্চে সব থেকে পুরনো ভি পি এন সার্ভিস প্রোভাইডার গুলির মধ্যে অন্যতম। এর সবথেকে ভালো উপায়টি হলো এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় এবং এর বিস্তার অনেকটা।
10. FREELAN – ফ্রি ল্যান ফ্রি ভি পি এন হিসেবে দারুন সার্ভিস প্রভাইড করে। ফ্রি ল্যান এর কানেকশন রেঞ্জ অনেক বেশি এটি ব্যবহারকারী কে ক্লায়েন্ট সারভার ও পিয়ার টু পিয়ার কানেকশন দিতে পারে।

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Friday, April 26, 2019

থ্যানস-এর ধ্বংসের হাত থেকে রক্ষা পেল না Google-ও


এবার Google শামিল হল Avengers: Endgame-এর উত্তেজনায় কিন্তু এতেও রয়েছে একটি টুইস্ট। Avengers ভক্তদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে গুগল।
আপনি যদি গুগল সার্চে গিয়ে ইংরাজিতে ‘Thanos’ টাইপ করেন,সার্চ রেজাল্টে থ্যানস ও Avengers সম্পর্কিত তথ্য দেখাতে পাবেন। আর তারই সঙ্গে ডান দিকে দেখতে পাবেন থ্যানসের ইনফিনিটি পাথর লাগান গন্টলেট। এই গন্টলেট ব্যবহার করেই ব্রহ্মাণ্ডের অর্ধেক ধ্বংস করে দিয়েছিল থ্যানস। এবার আপনি যদি এই গন্টলেট ক্লিক করেন আপনি দেখতে পাবেন এক এর এক করে সার্চ রেজাল্ট গায়েব হয়ে যাচ্ছে। শুধু তাই নয় আপনি দেখতে পাবেন যে সার্চ রেজাল্ট কাউন্টার ও আপনে আপ কমে গেল।
আবার সব সার্চ রেজাল্ট ফিরিয়ে আন্তে আবার ওই গন্টলেটে ক্লিক করুন। দেখবেন টাইম স্টোন ব্যবহার করে সব রেজাল্ট ফেরত চলে আশবে। বেশ ভালো লাগত যদি এই গন্টলেটটি আরও পাথরগুলি ব্যবহার করতে পারত।
শুক্রবার মুক্তি পেয়েছে Avengers: Endgame। আর ইতিমধ্যে রেকর্ড গড়ে ফেলেছে এই সিনেমাটি। ভক্তদের উন্মাদনার জেরে আপাতত টিকিট পাওয়া যাচ্ছে না।
এই মজা পেতে নিজেরাও করে দেখুন
techssparrow.blogspot.com
Facefacebook.com/techssparrow
 Thank u 

Friday, April 19, 2019


আপনি যদি ভুল করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য কারো অ্যাকাউন্টে টাকা ট্র্যান্সফার করে থাকেন তবে এই ভাবে সেই টাকা ফেরত পেতে পারেন বৈশিষ্ট্য ইমেল, ফোন কলের মাধ্যমে ব্র্যাঞ্চ ম্যানেজারকে জানান ম্যানেজারকে দুটি অ্যাকাউন্টের টাকা বিষয়ে ডিটেল দিন ব্যাঙ্ককে সিদ্ধান্ত নিতে হবে এছাড়া আপনি ব্যাংক এর কাস্টমার কেয়ার এ ফোন না মেইল করে তথ্য পাঠিয়ে দিন। মেইল টি এমন ভাবে লিখবেন ওরা যেন সহজেই বুঝতে পারে আপনি ভুল করে অন্য একাউন্ট এ পাঠিয়েছেন। সঙ্গে ট্রান্সকশন কপি বা স্ক্রিন শট টি পাঠিয়ে দেবেন। তারপর ব্যাংক24 ঘন্টা সময় নিয়ে আপনাকে রিফান্ড করে দেবে। প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে আমরা ছোট বড় সব কাজই এখন অনলাইনে করে নি বা করতে চাই। আর এই ক্ষেত্রে অনলাইন মানি ট্র্যান্সফারও এমনই একটি কাজ এর মাধ্যমে সবাই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারেন আর এর জন্য ইন্টারনেট থাকতে হবে। আর এ ক্ষেত্রে বেশ কবার এমন হয়েছে যে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল করে ভুল দেওয়ার ফলে আমরা যাকে টাকা পাঠাতে চাইছি তার বদলে অন্য কাউকে পাঠিয়ে দি। আর অনেকেই মনে করেন এই ধরনের ভুল হলে সেই টাকা ফেরত পাওয়া যায়না তবে তা সঠিক না। যদি আপনার অ্যাকাউন্টে ভুল করে কোন অন্য অ্যাকাউন্টে টাকা ট্র্যান্সফার হয়ে যায় তবে আপনারা তা ফেরত পেতে পারে, তবে এর জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে। প্রথমে নিজের মোবাইল ফোন থেকে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজেরাকে ফোন করে এই বিষয়ে জানান। আর এবার যে ব্যাঙ্কে টাকা ট্র্যান্সফার হয়েছে সেখানে যোগাযোগ করুন। অভিযোগ রেজিস্টার হলে ব্যাঙ্ক নিজের গ্রাহককে আপনার টাকা ফেরত দেওয়ার অনুমতি চাইবে। গ্রাহক অনুমতি দিলে আপনার টাকা ফেরত দেওয়া হবে। আর যদি গ্রাহক টাকা ফেরত দিতে না চায় তবে আইনের সাহায্য নিতে হতে হবে। আর অভিযোগ এলে ব্যাঙ্ক গ্রাকরে বিরুদ্ধে মামলা করতে পারে আর রিজার্ভ ব্যাঙ্ক অনুসারে ভুল করে কারো অ্যাকাউন্টে টাকা ট্র্যান্সফার হলে ব্যাঙ্কের কাছ থেকে স্পেশাল অনুমতি নিতে হবে।

Wednesday, April 17, 2019

এখনো চলবে টিকটক ! দেখুন কিভাবে?


কোম্পানি জানায়,”আমরা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাই। ভারতীয় বিচার ব্যবস্থায় বিশ্বাস রাখি এবং আমরা আশাবাদী যে ভারতে ১২০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীরা অন্যকোনো ভুল পথে ব্যবহার করবে না। যারা এখনও টিকটক অ্যাপ ব্যবহার করছে তারা তাদের সৃজনশীলতাকে তুলে ধরবে এবং তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ মুহুর্তগুলি ধরে রাখার জন্য টিকটট ব্যবহার চালিয়ে যাবেন, অপসংস্কৃতি ছড়াবে না। উল্লেখ্য, আর ডাউনলোড করা যাবে না। তবে যাদের কাছে আগে থেকেই টিকটক অ্যাপ আছে তারা আপাতত ব্যবহার করতে পারবেন।
তামিলনাড়ুর তথ্যপ্রযুক্তি মন্ত্রী এম মণিকন্দন বলেছিলেন, রাজ্যে টিকটক বন্ধ করতে কেন্দ্রের সাহায্য চাই। ঠিক তার দু-মাস পরেই নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে কেন্দ্রকে। বিচারপতি এন কিরুবকরন ও এস এস সুন্দরের ডিভিশন বেঞ্চ নিষেধাজ্ঞা আবেদনের কারণ হিসাবে জানিয়েছেন, ভারতের সংস্কৃতির অপব্যবহার করা হচ্ছে। আবেদনে বার বার বিষয়টিকে ‘বিপদজনক’ বলে তুলে ধরা হয়েছে। নির্বাচনী মাসে পরিস্থিতি যাতে আরও বিপদজনক না হয় সেকারণে ‘টিকটক’ ডাউনলোড বন্ধ করে দেওয়া হল ভারতে।
একরাতের নির্দেশে মাথায় আকাশ ভেঙে পড়েছে টিকটক সংস্থার। বড়সড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে তাদের। কোম্পানি আর্জি জানিয়েছিল, টিকটক অ্যাপ যেন নিষিদ্ধ না করা হয়। তাদের প্রায় ২৫০ জন কর্মচারী আছে, সমস্যায় পড়তে হবে তাদের।কিন্তু তাদের আর্জি খারিজ করে দেয় ভারতের বর্তমান সরকার।
মাদ্রাজ হাইকোর্টের চোখ রাঙানি নির্দেশ মাথা পেতে নিল গুগল। ভারত থেকে তুলে নেওয়া হল টিকটক অ্যাপ। বুধবার সকাল থেকে গোটা ভারতে নিষিদ্ধ হয়েছে টিকটক অ্যাপ।

Wednesday, April 3, 2019

EVM বা ভোটিং মেশিন হ্যাক কি সম্ভব? বিস্তারিত জানুন

EVM মেশিন কিভাবে কাজ করে?

একটি ইভিএম দুটি ইউনিট দিয়ে তৈরি করা হয়েছে: কন্ট্রোল ইউনিট এবং ব্যালটিং ইউনিট। এই ইউনিট একটি তারের দ্বারা একসঙ্গে যোগদান করা হয়। ইভিএম কন্ট্রোল ইউনিট প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারের কাছে রাখা হয়। ভোটারদের ভোট দেয়ার জন্য ভোটারদের ভোটিং ডিপমেন্টের মধ্যে ব্যালটিং ইউনিট রাখা হয়। এটি নিশ্চিত করা যে পোলিং অফিসার আপনার পরিচয় যাচাই করে। ইভিএম দিয়ে ব্যালট পেপারের পরিবর্তে ভোটকেন্দ্রে ব্যালট বোতামটি চাপবে যা ভোটারদের ভোট দিতে সক্ষম করে। প্রার্থীর নাম এবং / অথবা প্রতীকগুলির একটি তালিকা এটির পাশে একটি নীল বোতাম সহ মেশিনে উপলব্ধ হবে। ভোটার প্রার্থীর নামের পাশে বোতামটি টিপতে পারেন যাকে ভোট দিতে চান।

ই ভি এম মেশিন হ্যাক কি সম্ভব?
EVM মেশিনে কোনো রকম WIFI BLUETOOTH WIRELESS CONNECTION  IP ADDRESS বা অন্য টেকনোলজি দেয়া নেইএবং কোনো চিপ ইন্সটল ও সম্ভব নয়।
এটি এক সাধারণ ইলেক্ট্রিক মেশিন সুতরাং ই ভি ইম মেশিন হ্যাক সম্ভব নয়।

মাগনাস কালসেন বলেছেন

Monday, April 1, 2019

হোয়াটসআপ এর ডিলিট হওয়া মেসেজ কিভাবে দেখবেন জেনেনিন


ডিলিট ফর এভরিওয়ান’ অপশনে ক্লিক করে মেসেজ ডিলিট করলেও থেকে যায় মুছে দেওয়া মেসেজ। কিন্তু কোথায় জমা হয় সেই মেসেজ, জেনে নিন।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ বলে একটি ফিচার যুক্ত হয়েছে। কাউকে ভুল করে কোনও মেসেজ পাঠিয়ে ফেললে, সাত মিনিটের মধ্যে ডিলিট করে দেওয়া যাবে সেই মেসেজ। কিন্তু সত্যিই কি ডিলিট করা মেসেজ সম্পূর্ণভাবে মিলিয়ে যায় আপনার ফোন থেকে
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ অ্যানড্রয়েড ব্লগ ‘অ্যানড্রয়েড জেফে’ জানিয়েছে, আপনার স্মার্টফোনের নোটিফিকেশন লগেই থেকে যায় ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলি। অর্থাৎ রেসিপিয়েন্ট বা যাঁর কাছে মেসেজটি এসেছে, তিনি সহজেই ডিলিট হয়ে যাওয়া মেসেজ আবার দেখতে পাবেন। অ্যানড্রয়েড সিস্টেমের নোটিফিকশেন রেজিস্টারেই থাকবে এই ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলি। 
নোটিফিকেশন রেজিস্টার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলি দেখবেন কীভাবে? 
গুগল প্লে থেকে ‘নোটিফিকেশন হিস্ট্রি’ নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মাধ্যমেই দেখা যাবে নোটিফিকেশন রেজিস্টার। 
• এই অ্যাপটি ডাউনলোড করার পরে অ্যানড্রয়েড নোটিফিকেশন লগ থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ দেখা যাবে। যদি আপনার ফোনে ‘নোভা লঞ্চার’-এর মতো থার্ড পার্টি লঞ্চার থাকে, তা হলে এই পদ্ধতি আরও সুবিধাজনক হবে। 
• এছাড়া কোনও অ্যাডিশনাল অ্যাপ ইনস্টল না করেও এই দেখা যায় ডিলিট হয়ে যাওয়া মেসেজ। হোম স্ক্রিনে লং প্রেস করুন। এরপরে উইডগেটস>অ্যাক্টিভিটিস>সেটিংস>নোটিফিকেশন লগ। এই ভাবেই নোটিফিকেশন লগ দেখতে পারবেন। কিন্তু সব ডিলিট হয়ে যাওয়া মেসেজই যে নোটিফিকেশন লগ-এ দেখা যাবে, তা নয়। এই সর্বভারতীয় সংবাদমাধ্যমটি পুরো পদ্ধতিটিই পরীক্ষা করে দেখতে পায়, যে হোয়াটসঅ্যাপ মেসেজটির নোটিফিকেশন আপনার কাছে আসে সেইগুলিই কেবল থেকে যায়। 
ধরুন আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন, অর্থাৎ ইনস্ট্যান্ট অন্য প্রান্ত থেকে মেসেজ আসছে। সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন আসে না। সেই মেসেজ যদি ডিলিট করে দেওয়া হয়, তা আর আপনি খুঁজে পাবেন না নোটিফিকেশন লগ-এ। 
এ ছাড়া স্মার্টফোনটি যদি অফ করে দেওয়া হয়, তাহলে নোটিফিকেশন রেজিস্টার সম্পূর্ণ ভাবে ডিলিট হয়ে যায়। শুধু তাই নয়, যে মেসেডটি ডিলিট হয়েছে তার প্রথম ১০০টি অক্ষরই শুধু দেখা যাবে। তবে এই ফিচারটি শুধু অ্যানড্রয়েড ৭.০ স্মার্টফোনেই রয়েছে। 
  • আরও পড়ুন : 

Friday, March 29, 2019

৬ ঘন্টার বেশি খেলা যাবে না পাবজি? আসছে নতুন ফিচার?

23 march থেকে অন্যতম জনপ্রিয় মোবাইল গেম পাবজিতে একটি নতুন সমস্যার সম্মুখীন হতে শুরু করেছেন ভারতের খেলোয়াড়রা। কিছু কিছু খেলোয়াড়ের মধ্যে তারা পাবজি মোবাইল গেমে একটি হেল্থ রিমাইন্ডার পেতে শুরু করেছেন। তাদের মধ্যে পাবজি ইন্ডিয়া খেলোয়াড়দের দিনে ৬ ঘন্টা পাবজি খেলার পরে সতর্কবার্তা দিতে শুরু করে এবং তারপর তাদের গেমটি বন্ধ হয়ে যায়। পাবজি মোবাইল ইন্ডিয়ার তরফ থেকে প্রত্যেক খেলোয়াড়কে যারা ইতিমধ্যে ৬ ঘন্টা পাবজি খেলে নিয়েছেন তাদের একটি মেসেজ পাঠানো হয়। তাতে লেখা ছিল, ” You’ve played the game for 6h today. Please come back at 2018-03-23 05:30:00″ । ৬ ঘন্টা খেলার পরে সমস্ত খেলোয়াড়দের খেলা বন্ধ করে দেওয়া হয় এবং আবার পরের দিন ৫:৩০ এ লগইন করতে বলা হয়। পাবজি মোবাইল ইন্ডিয়া কর্তৃপক্ষ একটি টুইট করে এ বিষয়ে আমাদের জানান,” Healthy Gaming System নামক ফিচারটিতে যে নতুন সমস্যাটি সৃষ্টি হয়েছে তা সম্পর্কে আমরা অবগত। আমরা দুঃখিত যে আপনাদের মধ্যে কোন কোন খেলোয়াড়ের এই ফিচারটির জন্য খেলা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের ডেভেলপমেন্ট টিম ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এটিকে ঠিক করার জন্য। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে”। আরো একটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে ৬ ঘন্টা নয় কেবলমাত্র তিন ঘন্টা খেলার পরও অনেকে এই হেলথ রিমাইন্ডার মেসেজটি পাচ্ছেন। ইতিমধ্যেই ভারতের কিছু কিছু রাজ্যে পাবজিকে ব্যান করা হয়েছে। পুলিশও কিছু কিছু লোককে গ্রেপ্তার করেছেন এই গেমটি খেলার অপরাধে। হয়তো পাবজি ইন্ডিয়া ভারতের খেলোয়াড়দের জন্য একটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছেন। তবে এখন এটাই দেখার যে কবে এই নতুন বিপত্তিটির সমাধান করতে পারে পাবজি মোবাইল ইন্ডিয়া টিম।

Tuesday, March 26, 2019

দেখেনিন আপনার ফোনের রেডিয়েশন কত?




সম্প্রীতি দেখা গেছে শিয়ামীর ফোনের রেডিয়েশন সবচেয়ে বেশি।
Phones emitting the most radiation
SAR (Specific Absorption Rate) in watts per kilogram

Xiaomi Mi A1 1.75
OnePlus 5T 1.68
Xiaomi Mi Max 3 1.58
OnePlus 6T 1.55
HTC U12 Elite 1.48
Xiaomi Mi Mix 3 1.45
Google Pixel 3XL 1.39
OnePlus 5 1.39
iPhone 7 1.38
Sony Xperia X21 Compact 1.36
HTC Design 12/12 Plus 1.34
Google Pixel 3 1.33
OnePlus 6 1.33
iPhone 8 1.32
Xiaomi Redmi Note 5 1.29
ZTE AXON 7 mini 1.29

Source from Google

শুরু হল Vivo V15 প্রি-অর্ডার, থাকছে 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা

হাইলাইট

  • Vivo V15 এর দাম 23,990 টাকা এই ফোনের প্রধান আকর্ষন 32 মেগাপিক্সেল পপ-আপ-সেলফি ক্যামেরা
  • 1 এপ্রিল শুরু হবে বিক্রি

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V15। সোমবার ভারতে এই ফোনের প্রি-অর্ডার শুরু হল। Vivo V15 ফোনে থাকছে MediaTek Helio P70 চিপসেট। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর থাকছে 6GB RAM। Vivo V15 Pro এর মতোই Vivo V15 ফোনের প্রধান আকর্ষন 32 মেগাপিক্সেল পপ-আপ-সেলফি ক্যামেরা।

Vivo V15 এর দাম

ভারতে Vivo V15 এর দাম 23,990 টাকা। তিনটি আলাদা গ্রেডিয়েন্ট ফিনিশে পাওয়া যাবে এই স্মার্টফোন। 6GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। সোমবার থেকে Vivo V15 প্রি-অর্ডার শুরু হল। 1 এপ্রিল শুরু হবে বিক্রি। Vivo India e-store, Amazon.in, Flipkart, Paytm Mall, Tata CLiQ ওয়েবসাইটে V15 প্রি-অর্ডার করা যাচ্ছে।

Monday, March 25, 2019

Internet Speed 1GB/Sec আজই দেখুন একবার ব্যাবহার করেই দেখুন


VPS ব্যাবহার করে আজই আপনার কম্পিউটার এর 1gb/sec স্পীড বাড়িয়ে নিন।
*VPS হচ্ছে Virtual Private Server এটি ইন্টারনেট হোস্টিং সার্ভার হিসাবে কাজ করে।
কিভাবে  করবেন
প্রথমে গুগলে এ গিয়ে সার্চ করুন VPS server ফ্রী ভার্শন অথবা আপনি যদি পেইড ভার্শন নিতে চান নিতে পারেন কিন্তু কোম্পানি আপনাকে জিজ্ঞেস করবে আপনি VPS কেন নিতে চান।
আপনি যদি ফ্রী ভার্শন নিয়ে চান Amazon Aws Microsoft Google আরো অনান্য কোম্পানি রয়েছে কিন্তু ফ্রী ভার্শন 1 মাস পর expried হয়ে যাবে।
পেইড ভার্শন এ স্পীড এবং সময় হিসাবে দাম হয়।
কিভাবে কিভাবে VPS সেট করবেন এর জন্য আমি। নীচে ইউটউব লিংক দিয়ে দিচ্ছি।
https://youtu.be/Rg_UV9al2Yo

Saturday, March 23, 2019

5G ভেরিয়েন্টে কবে বিক্রি শুরু হবে Samsung Galaxy S10?


ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S10 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন। এই তিনটি ফোনেই 4G  নেটওয়ার্ক কানেক্টিভিটি রয়েছে। Galaxy S10 সিরিজ লঞ্চ ইভেন্টে Samsung জানিয়েছিল শিঘ্রই এই ফোনের 5G ভার্সান সামনে আসবে।
5 এপ্রিল থেকে 5G ভেরিয়েন্টে Samsung Galaxy S10 বিক্রি শুরু হবে। এই ফোন প্রি-অর্ডার করার ব্যবস্থা থাকছে না। দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরু হবে Samsung Galaxy S10 ফোনের 5G ভেরিয়েন্ট। এখনও নতুন 5G ফোনের দাম জানায়নি Samsung। একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় 91,000 টাকা থেকে এই ফোন পাওয়া যাবে।

দক্ষিণ কোরিয়ার তিনটি মোবাইল নেটওয়ার্ক কয়েক মাসের মধ্যেই সেই দেশে 5G নেটওয়ার্ক পরিষেবা শুরু করে দেবে।

Monday, March 18, 2019

বাজারে হাজির Samsung Galaxy M20! কোন কোন ফিচার তাক লাগিয়ে দেবে...


SPARROW TECH: Galaxy M10-এর পর Samsung সংস্থা এবার ভারতে শুরু করল তাদের Galaxy M20 ফোনের বিক্রি। সংস্থার অফিশিয়াল ই-স্টোরের পাশাপাশি Amazon India-র ওয়েবসাইটেও পাওয়া যাবে ফোনটি। তবে এই মুহূর্তে মাত্র দুটি রং-এ আত্মপ্রকাশ করছে Galaxy M20—ওশান ব্লু এবং চারকোল ব্ল্যাক।
গ্রাহকদের সুবিধের জন্যে রয়েছে দু’রকমের কনফিগারেশন--3GB RAM ও 32GB স্টোরেজ ক্যাপাসিটি, 4GB RAM ও 64 GB স্টোরেজ ক্যাপাসিটি। প্রথমটি পাওয়া যাবে ১০,৯৯০ টাকায় এবং দ্বিতীয়টির মূল্য ১২,৯৯০।
Galaxy M20-র প্রধান আকর্ষণ কী জানেন? এর ব্যাটারি ব্যাকআপ। এতে রয়েছে 5,000mAh সেল এবং টাইপ সি কেবলের মাধ্যমে 15W দ্রুত চার্জিং ক্ষমতা। স্বাভাবিক নিয়মে ব্যবহার করলে একবারের চার্জে ফোনটি চলবে প্রায় ২ দিন।
এবার আসা যাক স্ক্রিন সাইজে। Galaxy M20-র স্ক্রিনের মাপ ৬.৩ ইঞ্চি এবং রয়েছে HD+ ডিসপ্লে। এই ফোনে একই সঙ্গে পেয়ে যাবেন 14nm class Exynos 7904 octa-core (2 x 1.8GHz ARM Cortex A73 + 6 x 1.6GHz ARM Cortex A53) CPU, Mali-G71 MP2 গ্রাফিক্স ইঞ্জিন ও Android Oreo OS। অডিও সিস্টেমের স্পেসিফিকেশনও নজর কাড়া—রয়েছে Dolby ATMOS অডিও। দুটি ফোনের ক্ষেত্রেই এক্সপ্যান্ডেবল মেমরি 512 GB।

ক্যামেরার স্পেসিফিকেশন না জানালে তথ্য অসম্পূর্ণ থেকে যাবে! এতে পাবেন ডুয়াল প্রাইমারি ক্যামেরা (13MP+ 5MP) এবং 13MP-এর সেলফি ক্যামেরা।

Saturday, March 16, 2019

আপনি যদি MI এর ফোন ব্যাবহার করছেন তাহলে দেখেনিন আপনার ফোন কবে আপডেট চাইছে


বৃহস্পতিবার অ্যানড্রয়েড এর নতুন ভার্সান Android Q এর বিটা ভার্সান সামনে এনেছে Google।  শুক্রবার কোম্পানির একাধিক ফোনে Android Pie আপডেটের ঘোষণা করল Xiaomi। Xiaomi জানিয়েছে শিঘ্রই কোম্পানির একাধিক Mi ও Redmi ফোনে Android Pie আপডেট পাঠানো হবে। মোট দশটি ফোনে এই আপডেট পাঠানোর কথা জানিয়েছে চিনের কোম্পানিটি।
কয়েক মাস পরে Mi Mix 2, Mi 6, Redmi 6A, Redmi 6 আর Mi Note 3 ফোনগুলিতে Android Pie আপডেট পৌঁছাবে। তবে মার্চ মাসে Redmi Note 5 আর Redmi Y2 ফোনে পৌঁছাবে নতুন Android।

MIUI ফোরামে Xiaomi জানিয়েছে মার্চ মাসের মধ্যে Redmi Note 5 আর Redmi Y2 ফোনে Pie আপডেট পৌঁছাবে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে Mi Mix 2, Mi 6, Redmi 6A, Redmi 6, Mi Note 3 ফোনে এই আপডেট পৌঁছাবে। Mi 9 Transparent Edition, Mi 6X আর Redmi Note 6 Pro ফোনেও Android Pie আপডেট পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে Xiaomi। তবে এই দুটি ফোনে কবে এই আপডেট পৌঁছাবে তা জানানো হয়নি।

অ্যানড্রয়েডকে টেক্কা দিতে স্মার্টফোনে নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আসছে এই কোম্পানি


সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন Huawei। এর ফলে মার্কিন দুনিয়ায় সব ধরনের Huawei প্রোডাক্ট নিষিদ্ধ হতে পারে। এর ফলে কোম্পানির স্মার্টফোন ও কম্পিউটার ব্যবসা বড় ধাক্কা খেল। সম্প্রতি Huawei এর অন্যতম শীর্ষকর্তা রিচার্ড ইউ জানিয়েছেন, নতুন একটি অপারেটিং সিস্টেম তৈরী করেছে কোম্পানি। Google আর Microsoft এর অপারেটিং সিস্টেম ব্যবহার বন্ধ করতে বাধ্য হলে নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করবে চিনের কোম্পানিটি।
মার্কিন দুনিয়ায় কোম্পানির প্রোডাক্ট নিষিদ্ধ হওয়ার ঘটনাকে বেআইনি বলে ইতিমধ্যেই জানিয়েছে Huawei। এর সাথেই কোম্পানির বিকল্প পরিকল্পনা হিসাবে নতুন অপারেটিং সিস্টেম তৈরী করছে চিনের কোম্পানিটি। এবার কোম্পানির সিইও এই খবর স্বীকার করলেন।

মার্কিন সরকার সেই দেশের কোম্পানিরগুলিকে Huawei কে সার্ভিস দেওয়া নিষিদ্ধ করার নির্দেশ দিলে এই অপারেটিং সিস্টেম ব্যবহার শুরু করবে চিনের কোম্পানিটি। তবে Huawei জানিয়েছে Google ও Microsoft এর মতো কোম্পানির সাথে একসাথে কাজ চালিয়ে যেতে আগ্রহী তারা।

Friday, March 15, 2019

যারা কম্পিউটার সায়েন্স না বিসিএ এমসিএ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সেরা ল্যাপটপ

বেস্ট বাজেট ল্যাপটপস ফর স্টুডেন্টস

এখন স্মার্টফোনেই পিসির অনেক কাজ করা যায়। তেমন এমন কিছু জিনিস আছে যা ল্যাপটপে করা যায়। স্টুডেন্টদের জন্য বড় স্ক্রিনের ল্যাপটপ খুব দরকারি আর যে ল্যাপটপে ফিজিকাল কিবোর্ড আছে। যা তাদের প্রোজেক্ট আর অন্যান্য কাজে সাহায্য করে। এর এর সঙ্গে ল্যাপটপ হল একটি প্রাথমিক এন্টারটেন্মেন্ট ডিভাইস। তবে স্টুউডেন্টদের জন্য ভাল ল্যাপটপ কোন গুলি? আম্রে এই জন্য সব কিছু একটি তালিকায় নিয়ে এসেছি। আসুন তবে দেখা যাক যে স্টুডেন্টদের জন্য সেরা ল্যাপটপ কোন গুলি।

HP Pavilion 15-au620Tx

এই HP Pavilion 15 ল্যাপটপটি আমরা এখানে সবার আগে রেখেছি। এটি সব ধরেনর কাজ করার জন্য যথেষ্ট শক্তিশালী। আর এর কারন এতে থাকা Intel Core i5-7200U প্রসেসার আর এর 8GB DDR4 র‍্যাম। আম্নি এতে কিছু ক্যাসুয়াল গেমিংও করতে পারবেন। কারন এতে NVIDIA GeForce 940 MX GPU আছে। আর এই ল্যাপটপটিতে MS অফিস প্রি-ইন্সটলড আছে।

1

56950BUY
NOW
Acer Aspire E5-575G

আপনার বাজেট যদি একটু কম হয় তবে আপনি এই Acer Aspire E5-575G ল্যাপটপটি কিনতে পারবেন। এতে 4GB র‍্যাম আছে আর এটি NVIDIA GeForce 940MX GPU VRAM 2GB যুক্ত। এতে 15.6- ইঞ্চির HD ডিসপ্লে আছে এটি সব ধরনের কাজ করতে পারে। এবং এর 1TB স্টোরেজ এই দামের মধ্যে বেশ ভাল। এস্রা এতে ১ বছরের ইন্টারন্যাশানাল ওয়ারেন্টি দিয়েছে।

2

36950BUY
NOW
43490BUY
NOW
Lenovo Ideapad 320S

আপনি যদি একটি সিম্পেল কিন্তু শক্তিশালী মেশিন চান তবে এই লেনোভোর ল্যাপটপটি নিজের করতে পারবেন। এতে ইন্টেল কোর i3 আছ আর এটি একটি 14-ইঞ্চির ডিসপ্লে যুক্ত। এর পারফরমেন্সও ভাল আর এর কিবোর্ড ক্যাটাগ্রি বেশ ভাল। সব মিলিয়ে এতে একটি দেডিকেটেড GPU নেই।

3

38000BUY
NOW
60199BUY
NOW
advertisements
HP Pavilion x360

HP’র Pavilion x360 স্টুডেন্টদের জন্য একটি ভাল অপশান। এই ল্যাপটপটি বিভিন্ন স্ক্রিন সাইজে পাওয়া যায়। এতে 11- ইঞ্চির গ্লাস ইনেবেল্ড ডিসপ্লে আছে। আর এতে লেটেস্ট কোর i3-7100U আছে। এর র‍্যাম 4GB আর এতে 1TB স্টোরেজ আছে। এইচপি এতে একটি ডুয়াল স্পিকার সেটআপ দিয়েছে যা B&O যুক্ত।

4

76263BUY
NOW
Acer Swift 3

এসারের এই ল্যাপটপটি অ্যাপেল ম্যাক বুকের মতন দেখতে। আর এর মধ্যে উইন্ডোর মেশিন আছে আর এটি একটি অ্যাফর্ডেবেল ল্যাপটপ। এই ল্যাপটপের মধ্যে 6th জেনারেশানের ইন্টেল কোর i3 প্রসেসার আছে যা 4GB র‍্যাম যুক্ত। আর এতে থাকা 128GB SSD একে কুইক রেসপন্স যুক্ত বানিয়েছে। আর এটি লিনুক্স আউট অফ দি বক্সে চলে। এই 14 ইঞ্চির মেশিনটি একটি হাল্কা ওজনের ল্যাপটপ যা আপনি খুব বেশি টাকা না খরচ করেই পাবেন।

5

37249
Asus UX330CA
আপনি যদি একটি হাল্কা ওজনের ল্যাপটপ চাইছেন আপনার প্রতিদিনের কাজের জন্য তবে আসুসের এই ল্যাপটপটি সেরা ল্যাপটপ। এই মেশিনটয়ি খুব শক্তিশালী নয় তবে এটি আপনার প্রোজেক্টের জন্য ভাল। আর আপনি এতে ভালভাবেই আপনার পছন্দের অনুষ্ঠানও দেখতে পাবেন। এই ল্যাপটপটিতে 4GB র‍্যাম আর 256GB SSD আছে। যাই হোক এই ল্যাপটপের সব থেকে ভাল বিষয় হল এটি মাত্র 1.2 কিলোগ্রাম ওজনের আর একবার চার্জ করলে এটি ১০ ঘন্টা অব্দি চলে।
Asus X54 1UA

কম দামে আমাদের কাছে আরও একটি আসুসের ল্যাপটপ আছে। এই মেশিনটি দেখতে ভাল আর এর পারফর্মেন্সও ভাল যার কারন অবশ্য 7th জেনারেশানের ইন্টেল কোর i3 প্রসেসার। এতে 4GB র‍্যাম আর 1TB HDD স্টোরেজ আছে। তবে এই ল্যাপটপটি কোন অপারেটিং সিস্টেম প্রি ইন্সটলড হয়ে আসেনা এতে লিনুক্স ইন্সটল করতে হবে।

7

28800BUY
NOW
Here's is the summary list of Digit Top 10 Best Smartphones in India
https://techssparrow.blogspot.com/2019/03/blog-post_15.html?m=1

কম্পিউটার সায়েন্স, BCA MCA স্টুডেন্টদের জন্য বেস্ট বাজেট ল্যাপটপ

বেস্ট বাজেট ল্যাপটপস ফর স্টুডেন্টস

By DigitUpdated 05 - Apr - 2018
এখন স্মার্টফোনেই পিসির অনেক কাজ করা যায়। তেমন এমন কিছু জিনিস আছে যা ল্যাপটপে করা যায়। স্টুডেন্টদের জন্য বড় স্ক্রিনের ল্যাপটপ খুব দরকারি আর যে ল্যাপটপে ফিজিকাল কিবোর্ড আছে। যা তাদের প্রোজেক্ট আর অন্যান্য কাজে সাহায্য করে। এর এর সঙ্গে ল্যাপটপ হল একটি প্রাথমিক এন্টারটেন্মেন্ট ডিভাইস। তবে স্টুউডেন্টদের জন্য ভাল ল্যাপটপ কোন গুলি? আম্রে এই জন্য সব কিছু একটি তালিকায় নিয়ে এসেছি। আসুন তবে দেখা যাক যে স্টুডেন্টদের জন্য সেরা ল্যাপটপ কোন গুলি।

আফগানিস্তানের একটি সুন্দর দৃষ্টি

 আফগানিস্তান মধ্য এশিয়ার একটি দেশ। ইরানের মালভূমিতে অবস্থানের কারণে আফগানিস্তানকে প্রায়ই মধ্যপ্রাচ্যের অংশ বলে মনে করা হয়। পশ্চিমে এর সীম...